সজিবুল ইসলাম,ডোমকল,আপনজন: প্রযুক্তি যেমন মানুষকে উন্নয়নের পথে হাঁটতে শিখিয়েছে, অপরদিকে কিছু মানুষের মুখের ভাত ও কেড়ে নিয়েছে তেমনি এক কাজ শিলনোড়া। এক সময় কিছু মানুষ ছিল যারা পাড়া গ্রামে ঘুরে ঘুরে শিলনোড়া কুটিয়ে নিজেদের সংসার চালাত । কিন্তু আধুনিক প্রযুক্তি তাদের মুখের ভাত কেড়ে নিয়েছে বললেই চলে। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা অনেক কিছু বাতিলের মধ্যে ফেলে দিয়েছি,যেমন উনুনে রান্না করা বাদ দিয়ে গ্যাসে সমস্ত কাজ করছে, শিলনোড়ায় মশলা বাটা থেকে শুরু করে মাটির ও স্টিলের হাঁড়িতে রান্না বাদ দিয়ে পেশারকুকার ব্যবহার শুরু করেছি।বর্তমান গৃহবধূরা মিকচার ম্যাশিন সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বেশি করছে শহর থেকে গ্রামবাংলায়। তেমনি কর্ম হারিয়ে দিশে হারা হয়ে পড়েছেন এমনি এক ব্যক্তির ঘটনা তুলে ধরছি আমরা শিলনোড়া কুটানোর কাজ করে সংসার চালাত মুর্শিদাবাদ জেলার রাণীনগর বিধান সভার ইসলামপুর থানার হুড়সি অঞ্চলের ঘুঘু পাড়া গ্রামের ইকবাল হোসেন বছর ষাটের।
সকাল হলেই প্রতিদিনের মত ছেনি হাতুড়ি নিয়ে বেরিয়ে পড়েন “ জাতা , পাটা “ কুটানোর কাজের খোঁজে,সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পায়েই হেঁটে ঘুরে বেড়ান প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পথ। ইকবাল হোসেন বলেন কোনো দিন দিনের শেষে মাত্র একশো বা দুইশ টাকা মত কাজ হয়, আর তা নিয়েই ফিরতে হয় ঘরে। বর্তমানে জিনিস পত্রের যা দাম তাতে করে ঘরে কোনোদিন খাবার হয়,আবার কোনো দিন না খেয়ে একবেলা খেয়ে থাকতে হয় সপরিবারে। তিনি আরো বলেন যে মানুষের কাছে চেয়ে খাবো সেটাও ভালো লাগেনা ,আর কতদিন দিবে মানুষ একদিন দুইদিন।এই ভাবে চলবে না তাই কারো কাছে চাই না। গ্রামবাসী সেখ জিন্নাত বলেন যাতা , পাটা , কুটানোর কাজ তেমন না হওয়ায় , আরো ভেঙে পড়েছে ইকবাল হোসেন, তিনি আরো বলেন এখন নিজেই একটা প্লাস্টিকের ছোট ড্রাম দিয়ে এক তারা বানিয়ে কাজের ফাঁকে ফাঁকে মানুষকে নিজের ভাঙ্গা গলায় গান সুনানোর চেষ্টা করতে শুরু করেছে,যদি মানুষ গান শুনে কিছু অর্থ সাহায্য করেন। কিন্তু সেটাও হয়না, আধুনিক যুগে খালি গলায় কে আর গান শোনে। সারা দিন প্রায় সত্তর কিলোমিটার এভাবেই,একহাতে একতারা, কাঁধে ছেনি হাতুড়ির ব্যাগ নিয়ে পাড়া গ্রামে হেকে চলেন ইকবাল পাটানোড়া , জাতা কোটাবেন নাকি । যখন রাজ্য সরকারের একাধিক উন্নয়ন মূলক প্রকল্প ঘোষণা করেছেন কিন্তু সেই উন্নয়নে ছিটেফোঁটা পর্যন্ত পৌঁছায়নি ইকবলের কাছে,পাটকাঠির বেড়া দিয়ে কোনরকমে বসবাস করেন।সরকারি সাহায্যের আবেদন করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct