আপনজন ডেস্ক: ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলের বাসিন্দারা বলছে, রাশিয়ার বাহিনীর অবিরাম গোলাগুলি থেকে বাঁচার চেষ্টা করছেন তারা। রুশ সেনারা সেখানে জনবসতি গুঁড়িয়ে দিয়েছে। বিচ্ছিন্ন করে দিয়েছে জল ও বিদ্যুৎ সংযোগ। ২৭ বছর বয়সী আইটি ডেভেলপার ম্যাক্সিম ঠাকুমা-ঠাকুর্দার ফ্ল্যাটে বৃহস্পতিবার সকাল থেকে লুকিয়ে ছিলেন। তিনি বলেন, ‘এখানে দুদিন ধরে বিদ্যুৎ ও পানি নেই। আমাদের খাবার সরবরাহও নেই বললেই চলে। ম্যাক্সিম আরো বলেন, ‘মারিওপোলে এখন আর খাবার ও ওষুধ আসছে না। স্থানীয় কর্তৃপক্ষ রুটি ও পানি দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু মজুদ ফুরিয়ে গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct