আপনজন ডেস্ক: একজন ব্যক্তির কোনো বিষয়ে বেশি জ্ঞান থাকলে তার ওই বিষয়ক একটি ঘটনা, যা কখনই ঘটেনি তা মনে পড়ার সম্ভাবনা স্বাভাবিক জ্ঞানধারীদের তুলনায় দ্বিগুণ। গবেষণার জন্য ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের গবেষকরা ৪৮৯ জন মানুষকে খেলাধুলা, রাজনীতি, বিজ্ঞান ইত্যাদি সাতটি বিষকে মর্যাদা অনুসারে সাজাতে বলেন। পরে তাদের মতে সব চাইতে বেশি আকর্ষণীয় এবং সবচাইতে কম আকর্ষণীয় বিষয় সম্পর্কে চারটি খবর মনে পড়ে কি না তা জানতে চান। ফলাফলে দেখা যায়, কোনো বিষয়ে যার আগ্রহ বেশি, সেই বিষয়ে আর স্মৃতি অন্যদের তুলনায় সঠিক। তবে সেই সঙ্গে ওই বিষয়ে সম্পূর্ণ ভুল স্মৃতিও তাদের মধ্যে বেশি। এমন ২৫ শতাংশ অংশগ্রহণকারীদের মধ্যে যে বিষয়ে তাদের আগ্রহ বেশি সেই বিষয়ে ভুল স্মৃতির ব্যাপারটি দেখা যায়। আবার ১০ শতাংশের যে বিষয়ে আগ্রহ নেই সেই বিষয়ে ভুল স্মৃতি দেখা যায়। গবেষণার প্রধান গবেষক ডা. সিয়ারা গ্রিন বলেন, “ভুল স্মৃতি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বাড়ানো জরুরি। বিশেষ করে এর নেতিবাচক প্রভাবগুলোর কারণে, যেমন: ভুল সাক্ষী দেওয়া, মতোবিরোধ কিংবা ছোটবেলার অত্যন্ত কষ্টের একটি স্মৃতি যা আসলে বাস্তবে কখনও ঘটেনি।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct