রঙ্গিলা খাতুন,সালার,আপনজন: করোনা মহামারীর সময় থেকেই কখনো অক্সিজেন, কখনো খাবার, চিকিৎসা, খাদ্য বিভিন্নভাবে মানুষের পাশে দাড়িয়েছিল এবার অসহায় রোগীর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়াল মুর্শিদাবাদ মিশন স্মাইল নামে স্বেচ্ছাসেবী সংস্থা। মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত তালিবপুর গ্রামের বাসিন্দা নূরজাহান বিবি গত ৬ মাস ধরে অসুস্থ। স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও পাচ্ছেন না চিকিৎসা! পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। দিন মজুরি করে কোনো রকমে সংসার চালান স্বামী রবু সেখ। যা কিছু অর্থ জমা ছিল দুই মেয়ের বিয়ে দিতে খরচ হয়ে গেছে। বাড়িতে দুই ছেলে আছে কিন্তু তারা আর্থিক ভাবে দূর্বল কোনো রকমে তাদের নিজেদের সংসার চালাচ্ছে। মায়ের চিকিৎসার জন্য পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন যায়গায় বললেও মিলেনি সাহায্য। বিনামূল্যে চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি হাসপাতালে ঘুরে ঘুরে মিলেনি সঠিক চিকিৎসা বলে অভিযোগ পরিবারের।
নূরজাহানের বিবির স্বামী রবু সেখ বলেন, প্রথমে কান্দী মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর তাকে পাঠানো হয় বহরমপুর মেডিক্যাল কলেজে। ইনফেকশন সমস্যা কিছুটা কমে গেছিল কিন্তু পরবর্তী সময়ে আস্তে আস্তে খাবার বন্ধ হয়ে যায় এখন কেবলমাত্র ফলের রস ছাড়া কিছু খেতে পারে না। যা খায় বমি হয়ে যায়। এরপর বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু স্বাস্থ্য সাথী কার্ডে অপারেশন করে দেয়নি। বর্তমানে এতোটাই অসুস্থ যে বিছানা ছেড়ে উঠতে পারে না। অভাববের সংসার কোনো রকমে দিন চলে, বর্তমানে তার চিকিৎসা জন্য অনেক অর্থের প্রয়োজন। এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে স্মাইল মিশনের পক্ষ থেকে নুরজাহান বিবির জন্য গত ২১ ফেব্রুয়ারি সোশ্যাল সাইডে সাহায্যের জন্য আবেদন করা হয়েছিল এবং গতকাল বুধবার চিকিৎসার জন্য পরিবারের হাতে ১০ হাজার ৪১ টাকা তুলে দেওয়া হয়েছে। তাছাড়া রক্ত পরীক্ষা থেকে কিছু ডাক্তারী পরীক্ষার দায়িত্ব নেওয়া হয়েছে।
স্মাইল টাস্টের সদস্য তানজিব পারভেজ বলেন, গত দুবছর ধরে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি। আজকে যেখানে এসেছি অত্যন্ত অসহায় পরিবার চিকিৎসার জন্য কিছুটা আর্থিক সাহায্য করা হয়েছে। আগামী দিনে চিকিৎসার জন্য যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেব।নূরজাহান বিবির স্বামী রবু সেখ বলেন, আমার স্ত্রীর বিপদের সময় মিশন স্মাইলের তানজীব পারভেজ ভাইয়েরা যেভাবে সাহায্য করেছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। ওদের সাহায্য পেয়ে খুবি উপকৃত। তাছাড়া মিশন স্মাইল টাস্টের পক্ষ থেকে তানজীব, মোঃ ওসিব পারভেজ জানান এই মুর্শিদাবাদ মিশন স্মাইল ট্রাস্ট পূর্ববর্তী সময়ে নাম ছিল সুন্দরপুর কোভিড ওরিয়র। যেখানে করোনা কালে অসংখ্য মানুষকে সাহায্য করেছে। কয়েকশো পরিবারে কে চাল ডাল তেল মিলিয়ে একটা সম্পূর্ণ ফুড প্যাকেজ ওন মাস্ক, সেনিটাইজার বিলিয়েছে। করোনা রুগীর তারা ইনজেকশন, ঔষধ ও ভিটামিন জাতীয় ফলমূল তুলে দিয়েছে। বন্যা দুর্গত মানুষের জন্য তারা খাবার তুলে দিয়েছে। অসহায় মানুষদের জন্য তারা প্রতি নিয়ত কাজ করে চলেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct