আপনজন ডেস্ক: শুক্রবার বারাণসী থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানটি আচমকা ৭০০০ ফুট থেকে ২০০০ ফুট উচ্চতায় হঠাৎ অনেক নীচে নেমে যাওয়ায় ঝাঁকির সৃষ্টি হয়। তখন আশঙ্কা সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। এদিন দুুপরে রাজ্য সরকারের ভাড়া করা ১০ আসনের দাসঁ ফ্যালকন বিমানটি কলকাতা বিমানবন্দরের ৫০ কিমি উত্তর-পশ্চিম এলাকায় মাঝ আকাশে ঘূর্ণির মধ্যে পড়ে। যদিও পরিস্থিতি সামলে নেন পাইলটরা। এটিসির সঙ্গে যোগাযোগ করে মুখ্যমন্ত্রীর বিমানটি সব যাত্রী অবশ্য নিরাপদেই অবতরণ করে । কলকাতা বিমানবন্দর সূত্র জানিয়েছে, ছোট বিমানের জন্য হঠাৎ নীচে নেমে যাওয়া ঝটকা বেশি অনুভূত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct