এম মেহেদী সানি,গোবরডাঙ্গা,আপনজন: উত্তর ২৪ পরগণা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত লক্ষীপুর স্বামীজী সেবা সংঘ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শিক্ষা সেমিনার৷ ৩ রা মার্চ বৃহস্পতিবার বিশ্ব বই দিবস উপলক্ষ্যে আমার আশা ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত ওই সেমিনারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা৷ ওই স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান মোসারফ মোল্যা জানান, আমরা চাই এই শিক্ষা সেমিনারের মধ্য দিয়ে শিক্ষা সংশ্লিষ্ট প্রয়োজনীয় সমস্ত ধরনের সচেতনতা বার্তা সকলের মধ্যে পৌঁছে দিতে।
এদিন সেমিনারে বক্তব্য রাখার সময় গোবরডাঙ্গা শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সম্পাদক স্বামী সত্যরুপানন্দ মহারাজ বলেন, “প্রত্যেকটি ছাত্রছাত্রীর মধ্যে অফুরন্ত শক্তি রয়েছে ,আমরা অভিভাবক, শিক্ষক-শিক্ষিকারা যদি সঠিকভাবে তাদেরকে উৎসাহিত করতে পারি তবে তাঁরা একদিন আদর্শ মানুষ হয়ে উঠবে।” মছলন্দপুর পুলিশ ফাঁড়ির ওসি অসিম পাল সেমিনারে উপস্থিত সকলকে সচেতনতার বার্তা দিয়ে বলেন করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও আমাদের সাবধানে থাকা উচিত সর্বদা মাস্ক ব্যবহার করা এবং নিয়মিত স্যানিটাইজার ব্যবহার করার নির্দেশ দেন ৷
পাশাপাশি তিনি স্কুলের নিদিষ্ট পোশাকের মর্যাদা যাতে ক্ষুন্ন না হয় এবং স্কুলের বাইরেও ছাত্র সুলভ আচরণ বজায় রাখার জন্য সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ করেন৷ লক্ষীপুর স্বামীজী সেবা সংঘ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোতিপ্রষাদ কবিরাজ এবং সহকারী প্রধান শিক্ষক মহ: বাকিবিল্লা মন্ডল সকল ছাত্রদের স্বাস্থ্য বিধি মনে নিয়মিত স্কুলে আসতে অনুরোধ করেন।পাশাপাশি স্কুলছুটদের স্কুলে ফিরে আসতে অনুরোধ করেন৷ সেমিনারে অংশ নেওয়া ছাত্রদের মনোবল দৃঢ় করতে অনুপ্রেরণামূলক বক্তৃতা রাখেন মোহাম্মদ মেহেদী সানি। অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামীজী সেবা সঙ্ঘ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানব বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী রহমান সরদার, ফিরোজ সরদার, রেশমা মন্ডল প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রসেনজিৎ রাহা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct