আপনজন ডেস্ক: ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের ধ্বংসযজ্ঞ দেখা গেছে নতুন প্রকাশিত স্যাটেলাইট ছবিতে। এতে হামলার প্রথম পাঁচ দিনের ধ্বংসযজ্ঞ দেখানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। জানা যায়, ছবিগুলো ২৮ ফেব্রুয়ারি ধারণ করেছে ম্যাক্সার টেকনোলজিস। এরপর থেকে রুশ হামলায় ইউক্রেনে এত বেশি ধোঁয়ার সৃষ্টি হয়েছে যে, বেশিরভাগ স্যাটেলাইট দেশটির চিত্র ধারণে এবং পর্যবেক্ষণে বাধার সম্মুখীন হয়েছে। ছবিগুলোতে কারনিভের রিভনোপিলিয়া গ্রামের বেশ কিছু বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। যা অবস্থান রাজধানী কিয়েভ থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে। গ্রামটির চারপাশে বেশ কিছু বড় বড় গর্তও দেখা গেছে। কারনিভে স্ট্রাজেন নদীর ওপর নির্মিত একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে ছবিতে। এর আশপাশের আবাসিক ভবন ও ফ্যাক্টরি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেখা গেছে স্যাটেলাইটে ধারণ করা ছবিতে। এছাড়া কাছের একটি সড়কে রাশিয়ান সেনাবাহিনীর বহর দেখা গেছে। স্যাটেলাইট ছবিতে আরও দেখা গেছে, কিয়েভের বুচা শহরে একটি আবাসিক এলাকায় রাশিয়ান সেনাবাহিনীর গাড়িতে আগুন জ্বলছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন যে তারা রাশিয়ার একটি আগ্রাসনকে রুখে দিতে সক্ষম হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct