অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: গোপন সূত্রে খবর পেয়ে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ। পাশাপাশি ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে পুলিশের তরফে। ধৃতদের বৃহস্পতিবার মহকুমা আদালতে তোলা হয়েছে পুলিশের তরফে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত কালদিঘি এলাকার ঘটনা।
জানা গিয়েছে, একটি পিকআপ ভ্যানে করে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করছিলেন পাচারকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে কালদিঘি কিষাণ মান্ডি এলাকায় অভিযান চালায় গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনায় একটি পিকআপভ্যান সহ দুইজনকে আটক করে পুলিশ। ধৃতরা হলেন নূর মোহাম্মদ মন্ডল (২৩) ও বাবলু সরকার (২৯)। তাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত শ্যামনগর এলাকায়। পাশাপাশি ধৃতদের কাছ থেকে ৭৮০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া কাফ সিরাপ এর বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলেই জানা গিয়েছে।অন্যদিকে, ঘটনার পর বৃহস্পতিবার ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে গঙ্গারামপুর মহাকুমার আদালতে তোলে পুলিশ।পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে গঙ্গারামপুর থানার পুলিশের তরফে। এবিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার ডেন্ডুপ শিরোপা জানান, আমরা গোপন সূত্রে খবর পাই কিছু লোক ফেনসিডিল পাচার করছেন। সেইমতো কিষাণ মান্ডি এলাকা থেকে দু’জনকে আটক করা হয়েছে।ঘটনার পেছনে আর কেউ যুক্ত রয়েছে কি-না সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct