সাদ্দাম হোসেন মিদ্দে,ভাঙড়,আপনজন: রাজ্য সরকারের বিরুদ্ধে হওয়া ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলনে নেতৃত্বদানকারী জমি কমিটির গণডেপুটেশন ও অবস্থান কর্মসূচি বিডিও অফিসে। চুক্তি ভঙ্গ ও স্বজন পোষণের অভিযোগে ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও কার্তিক চন্দ্র রায়ের কাছে ডেপুটেশন জমা দেন জমি জীবিকা পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটির প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে বিশাল মিছিল যোগে পোলেরহাট ২ অঞ্চলের পাওয়ার গ্রীড এলাকা থেকে কাঁঠালিয়া বাস স্টান্ডের উদ্দেশ্য রওনা হন কমিটির নেতৃত্ব ও সমর্থকরা। সেখান থেকে তারা ভাঙড় ২ ব্লক অফিসে যান। সেখানে বিডিও অফিসের ভিতরে অবস্থানে বসে পড়েন তারা। প্রথমে কাশিপুর থানার পুলিশ কমিটির সদস্যদের ভিতরে প্রবেশের অনুমতি দেয়নি। পুলিশি বাধা উপেক্ষা করেই তারা ভিতরে অবস্থানে বসেন। কমিটির মিছিল ভেঙে দেন পুলিশের ব্যারিকেড। দুপুর ২ টা পর্যন্ত চলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এদিন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার ( অপরাধ) তমাল সরকার, ও কাশীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ পালেল নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ব্লক চত্ত্বরে। তবে পুলিশের সঙ্গে কমিটির ধস্তাধস্তি ছাড়া তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এদিন। ১০ সদস্যের এক প্রতিনিধি দল এদিন বিডিও কার্তিক চন্দ্র রায়ের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেন। এই দলে ছিলেন জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান ও মোশারফ হোসেন প্রমুখ। তবে এদিন ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মন্ডল কিংম্বা সহ সভাপতি তথা ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম বা কোনো কর্মাধ্যক্ষরা ছিলেন না। এদিন আলোচনার উঠে আসে বিদ্যিধরী নদী সংস্কার, কোল্ড স্টোরেজ তৈরি, হাসপাতাল সংস্কার, আবাস যোজনা, একশ দিনের কাজ প্রভৃতি। এদিন জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান আপনজনকে প্রতিনিধিকে বলেন, “ এলাকায় মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্বজন পোষণ ও দুর্নীতি চলছে। শাসকদলের নেতা ও সরকারি আধিকারিকরা কাটমানি নিচ্ছেন।” ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম আপনজন প্রতিনিধিকে বলেন, “ গণতান্ত্রিক দেশে সবার ডেপুটেশন দেওয়ার বা অবস্থানে বসার অধিকার রয়েছে। ওদের সব দাবি সরকার পূরণ করেছে। তারপরও কেন ওরা অবস্থান করছে জানি না!”বিডিও কার্তিক চন্দ্র রায় আপনজন প্রতিনিধিকে বলেন, “ জমি কমিটির ডেপুটেশন গ্রহণ করেছি। ইতিবাচক আলোচনা হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct