রাজু আনসারী,অরঙ্গাবাদ,আপনজন: পুরসভার ফলাফল প্রকাশের পরদিনই কাটমানির টাকা ফেরত নিতে মাইকিং করল তৃণমূল। বৃহস্পতিবার বিকেলে মাইকিং করে কাট মানি ফেরত নেওয়ার কথা প্রচার করা হয়। তৃণমূল কংগ্রেসের মাইকিং ঘিরে কার্যত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় জঙ্গিপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের রঘুনাথপুরে। এদিন মাইকে ঘোষণা করা হয়, আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের ছয় নম্বর তালিকায় বাড়ির জন্য নাম নথিভুক্ত হয়েছে তাদের সেই নাম বাতিল করা হয়েছে। ফলে, উপভোক্তাগণ আবাস যোজনার বাড়ি পেতে যদি কাউকে কাটমানি দিয়ে থাকেন তাহলে সেই টাকা ওই ব্যক্তির কাছ থেকে ফেরত নিয়ে নেবেন। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কাছে ছিলো এবং থাকবে। ঘোষণাটি চার নম্বর তৃণমূল ওয়ার্ড কমিটির পক্ষ থেকে প্রচারিত হল বলেও মাইকিং’এ দাবি করা হয়। যদিও মাইকিং নিয়ে তৃণমূলের রঘুনাথগঞ্জ ১ ব্লক সভাপতি গৌতম ঘোষ বলেন, এবিষয়ে আমার কিছু জানা নেই। খোঁজ নিয়ে দেখবো। উল্লেখ করা যেতে পারে, ৪ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর রবিউল হোসেন মন্ডল বাম টিকিটে জয়ী হয়ে, পরে শাসক দলে যোগ দেন। এবারের পুর নির্বাচনে তিনি টিকিট পাননি। তৃণমূলের টিকিটে লড়াই করেন রেজাউল করিম। যদিও তিনি কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন। এর মধ্যেই কাটমানি ফেরতের বিষয়টি নিয়ে মাইকিং এর জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct