কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের শাস্তি প্রায় শেষের পথে তিন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, বেনক্রফটের। কিন্ত সে কাণ্ডের রেশ যেন আজও থেকে গিয়েছে। চলতি ডিসেম্বরের শেষেই মুক্ত হয়ে যাবেন বেনক্রফট। এর আগে এদিন রীতিমতো বোমা ফাটিয়ে জানালেন, তিনি কেন বল টেম্পারিংয়ে জড়িয়েছিলেন। এক সাক্ষাৎকারে বেনক্রফট অস্ট্রেলিয়ার সহ অধিনায়কের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। এবং বলেন, ‘ডেভিড ওয়ার্নার আমাকে বল টেম্পারিং করতে পরামর্শ দিয়েছিল। আমি তখন এ নিয়ে বেশি কিছু জানতাম না। অতোটা ভাবিওনি। আমি তখন নতুন ছিলাম। দলে গুরুত্ব পেতে চেয়েছিলাম। সেকারণে আমি তার কথায় সাড়া দিই। আমি আসলে এর বাইরে কিছুই চিন্তা করিনি। কিন্তু আমার ভুলে জন্য আমাকে বড় মূল্য দিতে হয়েছে।’শাস্তি পেয়েছেন। নিজের মধ্যে এখনও অপরাধবোধ কাজ করে জানিয়ে বেনক্রফট আরও বলেন, ‘আমি যখন ঘুমোতে যাই, তখন মনে হয় আমি সবাইকে ছোট করেছি। আমার মনে হয় আমি আমাদের জয়ের সুযোগ নষ্ট করেছি। আমি অনেক বড় অপরাধ করেছি, যা আমাকে এখনও তাড়িয়ে বেড়ায়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct