আপনজন ডেস্ক: মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে সৌদি আরব।সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রাশিয়া ও ইউক্রেনের নেতাদের বলেছেন, তিনি সব পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করতে প্রস্তুত রয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেছেন সৌদির যুবরাজ। এ ফোনালাপেই মোহাম্মদ বিন সালমান মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেন। পুতিন ও জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলে উদ্বেগের কথাও জানান যুবরাজ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct