উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২২
উচ্চমাধ্যমিক সাজেশন(ভূগোল)
সৌনাভ মান্না
সহশিক্ষক, সেন্ট থমাস পাবলিক স্কুল
_________________________________
প্রাকৃতিক ভূগোল
অবরোহন ও আরোহন
আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়
সিঙ্ক হোল ও সোয়ানো হোল
স্ট্যালাকটাইট ও স্টালাকমাইট
অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকা
মুক্ত আকুইফার ও বদ্ধ আকুইফার
আকুইফার ও আকুইক্লাড
আকুইক্লাড ও আকুইটার্ড
এলুভিয়েশন ও ইলুভিয়েশন
পেডাকাল ও পেডালফার মাটি
আঞ্চলিক ও অনাঞ্চলিক মাটি ও অন্তআঞ্চলিক মাটি
মাটির স্তর ও পরিলেখ
ঘুর্ণবাত ও প্রতীপ ঘুর্ণবাত
ক্রান্তীয় ও নাতিশীতশ্ন ঘুর্ণবাত
উষ্ণ ও শীতল সীমান্ত
এল নিনো ও লা নিনা
মৌসুমী ও ভুমধ্যসাগরীয় জলবায়ু
আলোকপ্রেমী ও আলোকবিদ্যাষি উদ্ভিদ
জলজ,জঙ্গল ও লবণাম্বু উদ্ভিদ
ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণ
আলফা+ বিটা + গামা বৈচিত্র
অর্থনৈতিক ভূগোল
কোয়াটার্নারী ও কুইনারি ক্রিয়াকলাপ
জীবিকাভিত্তিক ও বাণিজ্যক কৃষি
স্থানান্তর ও স্থায়ী কৃষি
নিবিড় ও ব্যাপক কৃষি
বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল
জনঘনত্ব ও মানুষ জমি অনুপাত
উন্নয়ন ও উন্নয়নশীল দেশের পিরামিড
জনসল্পতা ও জনকীর্ণতা
গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতি
বিক্ষিপ্ত ও রৈখিক জনবসতি
গ্রামীণ ও পৌর বসতি
অতি সংক্ষিপ্ত / সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্নমান - 1/2
প্রাকৃতিক ভূগোল
আবহবিকার কি, রাসায়নিক ও যান্ত্রিক আবহবিকার পরিলক্ষিত অঞ্চলের নাম লেখো, ক্ষয়ীভবন কি, পুঞ্জিত ক্ষয় কি, পর্যায়ন কি, আরোহন কি, অবরোহন কি, নগ্নীভবন কি, বহিঃজাত প্রক্রিয়া কি, সবিরাম ও অবিরাম প্রশ্রবণ কি, সম্প্রীক্ত স্তর কি, রাবণভাটা কি, ভাদোস জল কি, কাস্ট ভূমিরূপের শর্ত, ভৌমজলের নিয়ন্ত্রক, প্রশ্রবনরেখা কি, ভকলুশোন প্রশ্রবন কি, পিজমিটার কি, স্থানীয় আকুইফার কি, ভ্যালি অফ গিজার কি, আকুইটার্ড কি, আকুইকলুড কি, প্রাকৃতিক সুড়ঙ্গ কি, কাস্ট জানালা, লাপিস, পেডলজি কি, এডাফলজি কি, এন্ডডয়নামরফিক মাটি কি,
সোলাম কি, পেড কি, মাটির গ্রথন কি, মাটির গঠন, এলুভিয়েশন কি, কঙ্কালসার মাটি কি, সচ্ছিদ্রতা কি, মুমুর্শ বিন্দু কি, ইলুভিয়েশন কি, মাটির উপাদান কি, আঞ্চলিক অন্তআঞ্চলিক, অন্যাঞ্চলিক মাটির উদাহরণ, মাটি সৃষ্টির সক্রিয় ও নিষ্ক্রিয় কারণ, শরীরবৃতীয় মাটি কি, রেগোলিথ্ কি, হরাইজন কি, ph কি, মাটি সৃষ্টির মৌলিক প্রক্রিয়া কি, লিচিং কি, কাটেনা কি, ডাফ ও মাল কি, o স্তর কি, মাটির কলোয়েড কি, কাটায়ন বিনিময় ক্ষমতা কি, ডিউড়িক্রাস্ট কি, ঘূর্ণিবাতের চক্ষু, ওয়াকার সারকুলেশন কি, রসবি তরঙ্গ, সীমান্ত কি, উষ্ণ ও শীতল সীমান্ত কি, অক্লুটেড সীমান্ত, বারোট্রপিক ও বারোক্লিনিক অবস্থা কি, পশ্চিমী ঝঞ্ঝা কি, টর্নেডো কি, জিওস্ট্রোফিক বায়ুপ্রবাহ, ENSO কি, জলবায়ু অঞ্চল কি, মৌসুমী বিস্ফোরণ কি, বিনোদন জলবায়ু কাকে বলে, কোপেনের জলবায়ু চিহ্ন, ITCZ, কালবৈশাখী, FOUR O’ CLOCK RAIN কি, ডোলড্রাম, ক্ষুদ্র, দীর্ঘ, নিরপেক্ষ আলোকপর্ব উদ্ভিদের নাম লেখো, আলোকের প্রয়োজন অনুসারে উদ্ভিদের শ্রেণী, তাপমাত্রা অনুযায়ী উদ্ভিদের শ্রেণী, জলজ উদ্ভিদের শ্রেণী, মরু উদ্ভিদের শ্রেণী, শাসমুল ও ঠেসমুল কি, MONEX কি, ওজোন স্তর প্রাকৃতিক সৌরপর্দা কেন, CFC গ্যাসের বাণিজ্যিক নাম, জলবায়ু পরিবর্তন কি, গ্রীন হাউস গ্যাসের নাম, বিশ্ব উষ্ণয়ন কি, রেড, গ্রীন, ব্ল্যাক ডাটা বুক কি, বায়োস্ফিয়ার রিজার্ভ এর অঞ্চল গুলি কি, ইকোট্যুরিজম কি, জীববৈচিত্র হটস্পট কি, জিনগত, প্রজাতি গত, বাস্তুতান্ত্রিক বৈচিত্র কি, MAB কি, ক্লাড কি, জাতীয় উদ্যোন কি, অভয়্যারণ্য কি,
অর্থনৈতিক ভূগোল
আউটসোসিং কি, অর্থনৈতিক কার্যকলাপ ও শ্রমিকের রং, ট্রাক ফর্মিং, দেশ ও স্থানান্তর কৃষির নাম, বিভিন্ন বিপ্লব ও জনক, উদ্যান কৃষির শ্রেণী, স্ল্যাশ ও বার্ন পদ্ধতি কি, ফসল + বিশ্ব স্থান+ ভারতের স্থান + গবেষণা কেন্দ্র নাম ভারতের, শস্যাবর্তন কি, শস্যসমন্বয় কি, মিশ্র কৃষি কি, AMUL, EEZ কি, রেটুন কি, কল্পতুরু কাকে ও কেন বলে, চিন, রাশিয়া, জাপান ভারতের ম্যানচেস্টার কে, লেটেক্স কি, ভ্যালকানাইজেশান কি, কার্পাস শিল্পের কাঁচামাল কি, পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল, SAIL কি, হেরিটেজ শিল্প কি, অনুসারী শিল্প কি, অবস্থানগত ত্রিভুজ কি, ব্রেক অফ বুল্ক কি, মজুরিসূচক কি, শ্রমগুন কি, লৌহ ইস্পাতের কাঁচামাল কি, আইসোডোপেন, আইসোটিম, পণ্যসূচক কি, ক্রিটিকাল আইসোডোপেন কি, খাদ্যপ্রক্রিয়াকরণ-কার্পাস, রেডিমেড-কাগজ- পেট্রো রসায়ন- মোটরগাড়ি শিল্পের ভারত ও বিশ্বের প্রথম রাজ্য, জায়গার নাম, অগ্রগ্রামী ও পশ্চাতগ্রামী জনসংখ্যা কি, জনঘনত্ব কি, জনসল্পতা কি, জনাকির্ণতা কি, জনসংখ্যার অভিক্ষেপ কি, ব্রেন গেন ও ব্রেন ড্রেন কি, মেধা প্রবাহ কি, জনবিস্ফোরণ কি, সবুজ গ্রাম কি, শুস্কবিন্দু বসতি, জ্বলবিন্দু বসতি, গ্লোবাল সিটি কি, হামলেট কি, দৈত্ব নগরী কি, স্যাটেলাইট টাউন কি, নেকরোপলিশ কি, পৌরপুঞ্জ কি , পৌরপিন্ড কি, মহানগরপুঞ্জ কি, টিরানোপলিস কি, CBD কি, বিভিন্ন দেশ + শহর নাম,
রচনাধর্মী প্রশ্ন প্রশ্নমান -৪/৫
প্রাকৃতিক ভূগোল
কাস্ট অঞ্চলের ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো।
বহিঃজাত প্রক্রিয়ার মাধ্যম কি। আর্টজিয়ো কুপের উৎপত্তি লেখো।
কাস্ট অঞ্চল অনুর্বর কেন।
গিজার সৃষ্টি কারণ কি।
আকুইফার এর শ্রেণী।
ভৌমজল স্তরের বিবরণ, নিয়ন্ত্রণ কি।
মাটি সৃষ্টিতে জলবায়ু, ভূপ্রকৃতি, আদি শিলার প্রভাব।
মাটি সংরক্ষনের উপায় লেখো।
মাটির বর্গের শ্রেণী করে দুটির বিবরণ।
মাটির পরিলেখ বিবরণ দাও।
ক্রান্তীয় ঘূর্ণিবাতের উৎপত্তি লেখো,
নাতিশীতশ্ন ঘূর্ণিবাতের জীবনচক্র লেখ।
জেট বায়ুর জীবনচক্র লেখো।
জেট বায়ুর বৈশিষ্ট, ভারতের জলবায়ুতে জেট বায়ুর প্রভাব,
ত্রিকোশিয় মডেলের বিবরণ।
ভারতের জলবায়ুতে এল লিনো ও লা নিনার প্রভাব কি।
নিরক্ষীয়, মৌসুমী জলবায়ু বৈশিষ্ট।
জলজ উদ্ভিদ জঙ্গল, উদ্ভিদের অভিযোজন গত বৈশিষ্ট লেখো,
জেরফাইট উদ্ভিদের বৈশিষ্ট লেখো।
জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগ করো।
গ্রীন হাউস ইফেক্ট ফলাফল কি।
বিশ্ব উষ্ণয়নের কারণ কি।
ওজোন স্তর ক্ষয়ের কারণ কি।
জীব বৈচিত্র বিনাশের কারণ কি।
জীব বৈচিত্রের গুরুত্ব কি।
জীববৈচিত্র সংরক্ষনের গুরুত্ব কি।
অর্থনৈতিক ভূগোল প্রশ্নমান ৪/৫
শস্যা বর্তনের সুবিধা, অসুবিধা কি,
শস্যা সমন্বয় এর বৈশিষ্ট, উদ্দেশ কি,
শস্যা প্রগরতা গুরুত্ব কি,
কৃষিতে আধুনিক যন্ত্রের সুবিধা অসুবিধা কি,
সবুজ বিপ্লবের প্রভাব কি,
শেত বিপ্লবের উদ্দেশে কি,
নীল বিপ্লবের উদ্দেশে কি, ভারতের ডাল চাষের উন্নতি কারণ,
দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতি, শ্রীলংকা চা, নারকেল উৎপাদনে উন্নত,
ব্রাজিলের আখ চাষের উন্নতি, চিনাবাদাম ও সয়াবিন চাষের দুটি অনুকূল পরিবেশ,
উদ্যোন কৃষির বৈশিষ্ট,
ভূ মধ্য সাগরীয় দেশে ফল ও উদ্যোন কৃষি উন্নত কেন।
ভারতে বাজার বাগান ও উদ্যোন কৃষির উন্নতির কারণ, প্রগাঢ় কৃষি জীবিকাভিত্তিক হয় কেন। ভূমধ্যেসাগর ক ফলের ঝুড়ি বলে কেন।
ওয়েবারের মতবাতে শিল্পের অবস্থানে কাঁচামাল এর প্রভাব লেখো।
ভারতে খাদ্য প্রক্রিয়াকরণে শিল্প সুবিধা অসুবিধা, উন্নতি কারণ, সম্ভাবনা লেখো।
পশ্চিম ভারতে কার্পাস শিল্পের উন্নতি কারণ,
ভারতে রেডিমেড শিল্প উন্নতি কারণ।
আমেরিকা থেকে নিউ ইংল্যান্ড কার্পাস শিল্প চলে আসার কারণ কি।
ভারতে রেডিমেড শিল্প গতিপ্রকৃতি।
পাট শিল্প সমস্যা, সম্ভাবনা কি।
পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতি কারণ কি। কাঁচামাল অভাব থাকা সতেও জাপান লৌহ ইস্পাত উন্নত কেন।
,জাপানে লৌহ ইস্পাত কেন্দ্র বন্দর কেন্দ্রিক কেন।
কানাডা কাগজ শিল্পে উন্নত কেন।
ভারতে কাগজ শিল্পের সমস্যা, ও সম্ভাবনা কি।
পশ্চিম ভারতে পেট্রো কেমিকাল শিল্প উন্নত কেন।
ভারতে পেট্রো রসায়ন শিল্প সমস্যা, সম্ভাবনা কি।
আমেরিকা ও ভারতে মোটর গাড়ি শিল্পের উন্নতি কারণ।
ভারতে মোটর গাড়ি শিল্পের সমস্যা, সম্ভাবনা কি।
মালয়েশিয়া রবার শিল্পে উন্নত কেন।
ব্রাজিলের রবার শিল্পের সমস্যা কি।
ভারতের ম্যানচেস্টার কাকে ও কেন বলে।
ভারতের দৌহ শিল্পের সমস্যা কি।
লিঙ্গ অনুপাত কি ও গুরুত্ব লেখো।
কাম্য জনসংখ্যা বৈশিষ্ট্য কি।
জনসংখ্যা পিরামিড এর গুরুত্ব কি
ভারতে অসময়ে জনবন্টন এর প্রাকৃতিক কারণ কি।
জনসংখ্যা বন্টন পরিব্রাজনের প্রভাব কি।
জনবিবর্তন মডেলের পর্যায় লেখো।
গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতির গড়ে উঠার কারণ।
বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার।
রৈখিক বসতি গড়ে ওঠার কারণ।
কার্যাবলী অনুসারে শহরের শ্রেণীবিভাগ করো। নগরায়নের সমস্যা কি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct