এম মেহেদী সানি,হাবড়া,আপনজন: পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বিপুলভোটে জয়ী হয়েছে। ১০৮টি পৌরসভার মধ্যে ১০২টিতেই জয়ী হয়েছে তৃণমূল। রাজ্যের প্রধান বিরোধীদল হিন্দুত্ববাদী ‘বিজেপি’ একটি পৌরসভাতেও সফল হতে পারেনি। উত্তর ২৪ পরগণা জেলার বারাসত মহকুমার পাঁচ পুরসভার বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল জেতার পাশাপাশি কার্যত ধুয়ে-মুছে সাফ হয়ে গেল বিজেপি। মহকুমার কোনও পুরসভায় একটিও আসনে জয় পেল না গেরুয়া শিবির৷ উল্লেখযোগ্য ভাবে ভালো ফল করে পাঁচ পুরসভা মিলিয়ে ১০টি আসনে জয় পেল বামফ্রন্ট৷
বারাসত পুরসভার ৩৫টি আসনের মধ্যে তৃণমূলের দখলে এসেছে ৩০টি ওয়ার্ড। এ ছাড়া সিপিএম পেয়েছে দুটি ও একটি আসনে জয় পেয়েছে সিপিআইএম। নির্দল জয় পেয়েছে দুটি আসনে। মধ্যমগ্রাম পুরসভার ২৮টি আসনের মধ্যে মোট ২৪ টিতে জয় পেয়েছে তৃণমূল। বামফ্রন্ট এখানে জিতেছে চারটি আসনে। অশোকনগর পুরসভায় ২৩টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২০টি আসনে জয় পেয়েছে। সিপিএম জয় পেয়েছে ২টি আসনে। কংগ্রেস জয় পেয়েছে একটি আসনে। হাবরা পৌরসভার ২৪ টি আসনের মধ্যে ২৪ টিতেই জয়লাভ করেছে তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা৷ হাবড়া পুরসভা বিরোধী শূন্যই হল, এ প্রসঙ্গে হাবরা পৌরসভার মুখ্য পৌর প্রশাসক তথা তৃণমূল কংগ্রেসের ৯ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী নারায়ণ চন্দ্র সাহা বলেন “এই জয় উন্নয়নের জয়৷ গত লোকসভা নির্বাচনে ২৪ টি আসনেই আমরা হেরে গিয়েছিলাম কারন, ধর্মের নামে ভোট হয়েছিল। পরে বিধানসভা ভোটে আমরা ৯ টি আসনে হেরেছিলাম কিন্তু পৌর নির্বাচনে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। আমরা সকলকে শুভেচ্ছা জানাই৷’’ গোবরডাঙ্গা পুরসভা আবারও তৃণমূল কংগ্রেসের দখলে থাকলো৷ সেখানে ১৭ টি আসনের মধ্যে ১৫ টি তৃণমূল, ১ টি বামফ্রন্ট এবং ১ টিতে নির্দল প্রার্থী জয়ী হয়েছেন। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা গোবরডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সংকর দত্ত ১৭৫৪ ভোটে জয়ী হয়েছেন৷ সামগ্রিক জয় গোবরডাঙার মানুষকে উৎসর্গ করে সংকর দত্ত জানান, মমতা ব্যানার্জীর উন্নয়নের ফলেই এই সাফল্য। মমতা ব্যানার্জীকে ধন্যবাদ। গোবরডাঙ্গা এলাকার মানুষের জন্য আরও উন্নয়নের কাজ করতে হবে বলে জানালেন তিনি। পাশাপাশি বনগাঁ মহকুমার বনগাঁ পুরসভার ২২ টি ওয়ার্ডের ১৯ টি ওয়ার্ডে জয়ী হল তৃণমূল। অন্যদিকে, কংগ্রেস ১ টি, বিজেপি ১ টি এবং নির্দল ১ টি করে আসনে জয়ী হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct