রঙ্গিলা খাতুন,বহরমপুর,আপনজন: অধীর গড়ে ভাঙন। কান্দি, বহরমপুরে তৃণমূলের জয়ল্লাস। শূন্য বাম বিজেপি। কান্দি পৌরসভার ১৮ ওয়ার্ডের মধ্যে মাত্র দুটি ওয়ার্ড ছড়া ১৬ টি ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের দখলে। কান্দি শহরের বিভিন্ন এলাকায় সবুজ আবিরে আবির খেলছেন তৃণমূল কর্মী সমর্থকরা পাশাপাশি কান্দি শহরের বিভিন্ন মোড়ে মোড়ে কোথাও ডিজে বক্স বাজিয়ে কোথাও আবার তাশা বাজিয়ে আনন্দে মাতোয়ারা হচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা।কান্দি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী গুরুপ্রসাদ মুখার্জী ও ১৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী ঋতুপর্ণা দাস ছাড়া কান্দি পৌরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে ১৪ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবার পর মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসবে মাতোয়ারা কান্দির সকল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। কান্দি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী গুরুপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, আমি নিশ্চিন্ত ছিলাম। বারো দিন সময় পেয়েছি। মানুষ সাড়া দিয়েছেন। অন্যায়ের বিরুদ্দে ন্যায়ের লড়াই ছিল। মমতা ব্যানার্জির সামাজিক প্রকল্প বাস্তবায়িত করতে কাজ করব। কান্দির মানুষকে অভিনন্দন জানিয়েছেন দেবাশিস চ্যাটার্জি, বিধায়ক অপূর্ব সরকার, মুর্শিদাবাদ জেলার আইএনটিটিইউ সভাপতি প্রার্থ প্রতীম সরকার। বিধায়ক অপূর্ব সরকার বলেন, মমতা ব্যানার্জীর উন্নয়নে সামিল হয়ে তৃণমূল প্রার্থীদের জয়ী করেছেন। ভবিষ্যতে উন্নততর কান্দি গড়ে তুলে মানুষকে পরিষেবা দেওয়া হবে। অধীর গড়ে ভাঙন ধরিয়ে ২৮ মধ্যে ২২ টি তৃণমূলের দখলে নিয়ে শেষ হাসি হাসল নাড়ু গোপাল মুখার্জী। বহরমপুর পৌরসভায় জোর ধক্কর চলছিল অধীর বনাম নাড়ু গোপালের।
গোটা পুরভোট পর্বে বহরমপুরের ওয়ার্ডে ওয়ার্ডে ছুটে বেড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। লক্ষ্য ছিল নিজের গড় যেন রক্ষা পায়। কিন্তু পারলেন না। পারল না কংগ্রেসও। প্রথমবার মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র বহরমপুর পুরসভার দখল নিল তৃণমূল। শুধু জয় পাওয়াই নয়, ২৮টি আসনের পুরসভায় ঘাসফুলের দখলে ২২টি ওয়ার্ড। অধীরের অস্বস্তি আরও বাড়িয়ে তাঁর পাড়া ২ নম্বর ওয়ার্ডেও জয়ী তৃণমূল। গত পুরভোটে বহরমপুরে ২৬টি আসনে জিতেছিল কংগ্রেস। তৃণমূলের ঝুলিতে গিয়েছিল মাত্র ২টি ওয়ার্ড। এবার ছবিটা সম্পূর্ণ আলাদা। কংগ্রেস পেয়েছে ৬টি ওয়ার্ড। বাকি ২২ টি তৃণমূলের। বিজেপি এবং বামেরা শূন্য। শুধু বহরমপুরেই নয়, অধীরের মুর্শিদাবাদে বাকি পুরসভাগুলিও গিয়েছে তৃণমূলের দখলে। যদিও এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন " ছাপ্পা আর ধাপ্পা দিয়ে গণতন্ত্র লুট করেছে তৃণমূলের সন্ত্রাস বাহিনী। এভাবে বেশিদিন টিকে থাকা যায় না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct