আপনজন ডেস্ক: রাজ্য জুড়ে কার্যত ঘাসফুলের সুনামি। বিধানসভা নির্বাচন থেকে গেরুয়া ফিকে হতে শুরু করেছিল। এবার খড়কুটোর মতো একেবারে উড়ে গিয়েছে বিজেপি। বামেরা কিছুটা হলেও মাথা তোলার চেষ্টা করেছে। নদিয়ার তাহেরপুর পুরসভা তাদের দখলে রাখতে পেরেছে। তবে এবারের নির্বাচনে নির্দল সার্বিক ভাবে দ্বিতীয় স্থানে। যদিও বিজেপির ফিকে হওয়া জায়গাটা নিয়েছে বামেরা। ভোটের ফলাফলের নিরিখে ১০৮টি পুরসভার মধ্যে ১০২টি পুরসভাতেই জয়ী তৃণমূল। শতাংশের হিসাবে ৯৪ শতাংশ পুরসভাই তৃণমূলের দখলে। দুটি পুরসভায় বিরোধীরা ক্ষমতায় আসছেন। চারটি পুরসভা ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে। অন্তত ৩০টি পুরসভায় বিরোধীদের নাম নিশানও নেই। এই জেতার পর তৃণমূল সুুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। যতই জিতব ততই যেন আমরা নম্র হই। জয়নগরের মতো এলাকায় যেখানে আমরা কোনওদিনই জিতিনি সেখানেও এবার জিতেছি। কোথাও কিছু হয়নি। উৎসবের মেজাজে ভোট হয়েছে। ফলাফল ঘোষণা হতেই জানিয়ে দিলেন মমতা।
উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম সর্বত্র ঘাসফুলের দাপট। মুর্শিদাবাদে ৬টি (মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, কান্দি, জঙ্গিপুর, ধুলিয়ান, বহরমপুর), নদিয়ায় ১০টি (নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট, বীরনগর, কল্যাণী, গয়েশপুর, হরিণঘাটা, চাকদা, কৃষ্ণনগর), হাওড়ায় ১টি (উলুবেড়িয়া), হুগলিতে ১১টি (হুগলি-চুঁচুড়া, বাঁশবেড়িয়া, বৈদ্যবাটি, শ্রীরামপুর, ভদ্রেশ্বর, রিষড়া, কোন্নগর, আরামবাগ, উত্তরপাড়া-কোতরং, তারকেশ্বর, ডানকুনি) জয়ী তৃণমূল। বিধানসভা ভোটে দাগ কাটতে পারলেও পুরভোটে উত্তরবঙ্গেও ঘাসফুলের জয়জয়কার। শুভেন্দু অধিকারী কিংবা অধীর চৌধুরির গড়ে এবার তৃণমূলের দাপট। কাঁথি পুরসভা দখর করে নিয়েছে তৃণমূল। আর অধীর গড় বহরমপুর, কান্দি পুরসভাও দখল করে নিল তৃণমূল। এমনকী জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভা ধরে রাখতে পারেনি বামেরা। অন্যদিকে অভিষেকের গড় ডায়মন্ডহারবার পুরসভায় বিধানসভা ভোটে বিজেপি এগিয়ে ছিল। এবার তারা শূন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct