২০১৯ সাল থেকে তাইওয়ানে ফোরজি নেটওয়ার্ক ব্যবহারের নির্দেশনা জারি করেছে সেদেশের সরকার। এর ফলে চলতি বছরের শেষেই তাইওয়ানে বন্ধ হতে চলেছে থ্রিজি পরিষেবা। জানা গিয়েছে, তাইওয়ানের অধিকাংশ জনগণ ইতিমধ্যে ফোরজি নেটওয়ার্কে স্থানান্তরিত হয়েছে। তারপরও দেশটিতে এখন পর্যন্ত ২ লক্ষ মানুষ থ্রিজি ব্যবহার করছেন। বর্তমানে থ্রিজি নেটওয়ার্ক ব্যবহারকারীদের ফোরজি নেটওয়ার্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে স্থানীয় বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। এর আগে ২০১৭ সালের ১ জুলাই দেশটিতে টুজি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার দেশটির টেলিকম অপারেটর ও স্থানীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের ফোরজি কাভারেজের উন্নয়ন প্রত্যাশিত হওয়াতে থ্রিজি নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ান সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct