রাজু আনসারী,অরঙ্গাবাদ,আপনজন: মুর্শিদাবাদের সুতিতে আনিস খান হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেলে সি পি আই (এম) অরঙ্গাবাদ এরিয়া কমিটির অধিনত্ব বামফ্রন্টের গণ সংগঠনের গুলোর আহ্বানে অরঙ্গাবাদ নেতাজি মোড় থেকে মিছিল করে সুতি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। গণ সংগঠন গুলোর দাবি আনিস খানের প্রকৃত খুনিদের গ্রেফতার করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আনিস খানের খুনিদের গ্রেফতারের হাওড়া গ্রামীণ এস পি অফিস অভিযান শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশের অমানবিক লাঠিচার্জের নিন্দা করা হয় ও ডি ওয়াই এফ আই এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদীকা মিনাক্ষী মুখার্জী সহ ১৫ জন ছাত্র ও যুব নেতৃত্বদের নিঃশর্ত মুক্তি দিতে হবে বলে গণ সংগঠন গুলোর পক্ষ থেকে দাবি করা করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম অরঙ্গাবাদ এরিয়া কমিটির সম্পাদক কমরেড মোঃ জুলফিকার আলী, অমল চৌধুরী, আরএসপি নেতা একেএম হাসানুজ্জামান যুব নেতা জাহাঙ্গীর সেখ, শ্রমিক নেতা রফিকুল চৌধুরী, কৃষক নেতা মোঃ তফিজুল ইসলাম সহ ছাত্র যুব নেতৃত্ব এবং সাধারণ মানুষ।
সি পি আই (এম) এরিয়া কমিটির সম্পাদক মোহাঃ জুলফিকার আলি বলেন আনিস খানের প্রকৃত খুনিদের গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে এবং যুব সম্পাদীকা মিনাক্ষী মুখার্জী সহ ছাত্র যুব নেতৃত্বদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। তিনি আরও বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে পুরোপুরি ব্যর্থ অবিলম্বে তার পদত্যাগ চাইছি পুলিশ প্রশাসন কে স্বাধীন ভাবে কাজ করার পরামর্শ দেন পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ ভাবে কাজ না করে তাহলে আগামী দিনে লড়াইয়ের তেজ আরো ক্ষুরধার হবে বলে হুঁশিয়ারি দেন। সারা ভারত কৃষক সভার সুতী ২ ব্লক সম্পাদক মোহাঃ তফিজুল ইসলাম বলেন আনিস খান কে পরিকল্পনা মাফিক পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের নেতারা খুন করেছে তাদের চিহ্নিত করে অতিসত্ত্বর গ্রেফতার করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে পাশাপাশি আরো বলেন পুলিশ প্রশাসন কে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে প্রকৃত অপরাধীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct