আপনজন ডেস্ক: ইউক্রেনে রামিয়ার হামলা অব্যাহত রয়েছে। তারা অনেকটাই করায়াত্ত করতে পেরেছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকেভকে। এই শহরে একটি সুপার মার্কেটে খাবারের জন্য লাইন দিয়েছিলেন খারকিভ মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পড়ুয়া কর্নাটকের হাবেরির বাসিন্দা নবীন শেখারাপ্পা জ্ঞানগউদর। কিন্তু রুশ বাহিনীর গোলাবর্ষণ তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ইউক্রেনে এই প্রথম কোনও ভারতীয় ছাত্রের যুদ্ধের কবলে পড়ে মৃত্যুর কথা জানান ভারতরে পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, খারকিভে বোমার আঘাতে ওই ছাত্রের মৃত্যু হয়েছে।
নবীন শেখারাপ্পার সঙ্গে হোস্টেলে থাকা শ্রীধরন গোপালকৃষ্ণন জানিয়েছেন,- ইউক্রেনীয় সময় অনুযায়ী সকাল ১০.৩০ মিনিটে নবীন রেশনের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। একই সময়ে রুশ সেনাবাহিনী জনগণের ওপর গুলি চালাতে শুরু করে। তবে, তার লাশ সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমাদের কাউকেই হাসপাতালে যেতে দেওয়া হয়নি যাতে আমরা জানতে পারি তার লাশ কোথায় রাখা হয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেন এবং রাশিয়ার দুই রাষ্ট্রদূতকে মঙ্গলবার বিকেলে ডেকে পাঠিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রকের সচিব। ভারতীয় ছাত্রদের ইউক্রেন থেকে দ্রুত যাতে বার করা যায়, সে বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হবে বলে জানানো হয়েছে। ইউক্রেনে কয়েক হাজার ভারতীয় ছাত্র আটকে আছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, সব মিলিয়ে প্রায় ১৬ হাজার ভারতীয় সেখানে আটকে। তাদের উদ্ধার করতে রোমানিয়ায় বিমান পাঠিয়েছে ভারত। কারণ, ইউক্রেন আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে রোমানিয়ার সীমান্ত পর্যন্ত পৌঁছাতেই সমস্যায় পড়ছেন ভারতীয়রা। সরকার এর আগে জানিয়েছিল, সকলে যেন রাজধানী কিয়েভে চলে আসেন। কিন্তু মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সকলে যেন কিয়েভ ছাড়েন। ট্রেনে বা অন্য কোনো ভাবে তারা যেন রোমানিয়ার সীমান্তে পৌঁছে যান। মঙ্গলবার বুখারেস্ট ও বুদাপেস্ট থেকে দুইটি বিমানে করে আটকে থাকা ছাত্রছাত্রীদের ভারতে আনা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct