আপনজন ডেস্ক: ইমিউনোথেরা মাধ্যমে ক্যানসার সারিয়ে তুলে নজির সৃষ্টি করলেন বিশিষ্ট ইমিউনোথেরাপি বিশেষজ্ঞ ডক্টর জামাল এ খান। উত্তরপ্রদেশের ইফতিকার আহমেদ নামে এক ব্যক্তি তার মেয়ে সাইমার ব্রেইন ক্যানসার সারিয়ে তোলার জন্যে সব রকম চিকিৎসা করিয়েও ব্যর্থ হন। শেষপর্যন্ত যখন তিনি হতাশ হয়ে মেয়েকে বাঁচিয়ে তোলার আশা একরকম প্রায় ছেড়েই দিয়েছিলেন। সেই সময় ডক্টর জামাল এ খান ইমিইনোথেরাপি চিকিৎসার মাধ্যমে সাইমাকে সারিয়ে তোলেন। ইফতিকার জানান, এলোপ্যাথি সহ নানা চিকিৎসা দীর্ঘদিন করেও যেখানে সাইমাকে সারিয়ে তুলতে পারেননি সেখানে ইমিউনোথেরাপির মাধ্যমে মাত্র আট-নয় মাসের মধ্যেই মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এখন সে বাড়ির সব কাজ করে। বিএড পড়া শুরু করেছে সাইমা। সেশিক্ষিকা হতে চায়। পরিবারের ওপর থেকে দুশ্চিন্তার কালো মেঘ কেটে গেছে। এখন সবাই খুশি। সাইমার চিকিৎসক ডক্টর জামাল এ খান বলেন, টিবি,রক্তচাপ বা ডায়াবেটিসের মতই ক্যানসারাও একটি জটিল রোগ। তবে সময়মতো চিকিৎসা করালে ক্যানসার সেরে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct