আপনজন ডেস্ক: লম্বা পায়ের বক, প্রায়শই এক পায়ে দাঁড়িয়ে থাকে।কিন্তু কেন? এক পায়ে দাঁড়িয়ে থাকাকালিন তারা তো পড়ে যেতে পারে? তাহলে কেন এক পায়ে তারা বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকে? আসলে এর পিছনে রয়েছে বিশেষ কারণ। বক এক পায়ে দাঁড়িয়ে থাকলেও, অন্য পা উষ্ণতার জন্য তাদের শরীরের পালকের মধ্যে ডুবিয়ে রাখে। সমুদ্র সৈকতে, এক পায়ে ভারসাম্য নিয়ে দাঁড়িয়ে থাকা এমন পাখির সন্ধান মেলে। এমন পাখিদের অন্যতম অভিযোজন হলো তাপক্ষয় নিয়ন্ত্রণ। তাদের পায়ে রক্ত পরিবহনকারী ধমনীগুলো সেই শিরার সংস্পর্শে থাকে যা পাখির হৃৎপিণ্ডে রক্ত বহন করে। উষ্ণ ধমনীগুলো শীতল শিরাগুলোকে উত্তপ্ত রাখে। যেহেতু শিরা ধমনীকেও শীতল করে, পাখির পা পরিবেশগত তাপমাত্রার কাছাকাছি থাকে এবং এভাবে তারা শরীরের তাপমাত্রায় থাকলে ততটা তাপ হারায় না। পাখি, স্তন্যপায়ী প্রাণীদের মতো উষ্ণ রক্তযুক্ত এবং মানুষের তুলনায় ছোট দেহ। তাই তারা সহজেই শরীরের তাপ হারায়। তাই এক পায়ে দাঁড়ানোর জন্য একটি পাখি তার পা আটকে রেখে তার পাখাবিহীন অঙ্গগুলোর মধ্য দিয়ে যে তাপ হারায় তার অর্ধেক পরিমাণ হ্রাস করে। শীত বা ঠান্ডার সময় চড়ুই উভয় পা ঢেকে বসে থাকে, অতিরিক্ত উষ্ণতার জন্য কাঁধের পালকের নিচে ঠোঁট আটকে রাখে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct