আপনজন ডেস্ক: নিজ দেশের জন্য সব ধরনের সহযোগিতা চেয়েছেন ইউক্রেনের মুসলিম কমিউনিটির মুফতি সাইদ ইসলামইলভ। রবিবার এক সাক্ষাতকারে মুসলিম বিশ্বের কাছে এ আহ্বান জানান তিনি। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাতকারে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার ‘বিশ্বাসঘাতকতা’র শামিল বলে আখ্যায়িত করেন তিনি। ইসমাইলভ জানান, ইউক্রেনের মুসলিমরা অন্যান্য নাগরিকদের মতো নানাভাবে দেশ রক্ষায় অংশ নিয়েছেন। সেনাবাহিনী, চিকিৎসাসেবা ও স্বেচ্ছাসেবাসহ নানা পেশায় যুক্ত হয়ে তারা দেশ রক্ষার দায়িত্ব পালন করছেন। তবে রুশ হামলার ঘটনায় অনেক মুসলিম বাধ্য হয়ে অন্য দেশে শরণার্থী হয়েছে বলে জানান তিনি। সাক্ষাতকারে ইসমাইলভ বিশ্বের মুসলিমদের ইউক্রেনের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। এসময় তিনি ইউক্রেনে হামলার ঘটনায় একজন মুসলিম নিহত হওয়ার খবর জানান। গত বৃহস্পতিবার ইউক্রেনের ওপর হামলা চালায় রাশিয়া। এ হামলার ঘটনায় মস্কোর বিরুদ্ধে নিন্দা জানিয়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানায় বিভিন্ন দেশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct