মোসাররাফ হোসেন,রঘুনাথগঞ্জ,আপনজন: ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন বা এস.আই.ও-র ইচ্ছাখালি ইউনিটের উদ্যোগে আইসিআর হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হল মাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষা ২০২২ এর পরীক্ষা প্রস্তুতি শিবির ৷আয়োজক সংগঠন এস.আই.ও-র পক্ষ থেকে উক্ত শিবিরের ব্যবস্থাপনা করেন উত্তর মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক কালচারাল সেক্রেটারি মিনহাজুদ্দিন আব্দুল্লাহ ৷ এছাড়াও সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ব্লক অর্গানেজেসন সেক্রেটারি রোহিত শেখ, ক্যাম্পাস সেক্রেটারি সাঈদ আফ্রিদি, ইচ্ছাখালি ইউনিট প্রেসিডেন্ট সাকিরুল ইসলাম,ইউনিট সেক্রেটারি মিনারুল সেখ ৷ এই পরীক্ষা প্রস্তুতি শিবিরে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দপুর হাই স্কুলের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান ,আই.সি.আর হাই মাদ্রাসা (উঃমাঃ)র পদার্থবিদ্যার সহকারী শিক্ষক মহঃ ওয়াসিকুল ইসলাম এবং বাংলা বিষয়ের সহকারী শিক্ষক মহঃ মোসাররাফ হোসেন। এছাড়াও অন্যান্য বিষয়ের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী নিজ নিজ বিষয়ে সুচারুরূপে আলোচনা সম্পন্ন করেন ৷ কাটাখালি পুঠিয়া উচ্চ বিদ্যালয়(উ. মা.),রৌশনআরা হাই স্কুল,আই.সি.আর হাই মাদ্রাসা(উ. মা.)থেকে প্রায় ২০০ পরীক্ষার্থী এই মনোজ্ঞ আলোচনায় অংশগ্রহণ করে ৷এস.আই.ও-র উত্তর মুর্শিদাবাদ জেলা শাখার কালচারাল সেক্রেটারি মিনহাজুদ্দিন আব্দুল্লাহ বলেন ছাত্র-ছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত ভয়ভীতি দূর এবং পরীক্ষায় কীভাবে ভালো ফল করা যায়, তার সুন্দর রূপরেখা তুলে ধরতে এই পরীক্ষা প্রস্তুতি শিবিরের আয়োজন৷ আজকের এই প্রস্তুতি শিবিরে উপস্থিত সকল পরীক্ষার্থীদের ‘পরীক্ষা প্রস্তুতি টিপস্ ‘ নামক গাইড বুক প্রদান করা হয় এবং প্রশিক্ষদের হাতেও দুটি করে বই উপহার হিসেবে প্রদান করা হয় ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct