আপনজন ডেস্ক: সড়কে সড়কে থাকা দিক নির্দেশনার চিহ্ন মুছে দিচ্ছে ইউক্রেনের সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একটি কোম্পানি। রাশিয়ার সৈন্যদের বিপাকে ফেলতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইউক্রেনের কম্পানি উক্রভটোড তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, শত্রুপক্ষের যোগাযোগ দুর্বলতা রয়েছে। তারা সমতলভূমিতে ঠিক মতো চলাচল করতে পারে না। আসুন, তাদের নরকে যেতে সহায়তা করি। ইতোমধ্যেই রুশ সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী শহরগুলোতে ঢুকে পড়েছে। ইউক্রেনের বিভিন্ন স্থানে সে দেশের সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে রুশরা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল মনিবার দাবি করেছে, ইউক্রেনের একটি শহর তাদের দখলে চলে গেছে। তবে রুশ আগ্রাসনের আজ চতুর্থ দিনেও কিয়েভ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct