আপনজন ডেস্ক: আগের ম্যাচে শেষ ৪ ওভারে ৭২ রান তুলে বোলারদের লড়ার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত লাভ হয়নি যদিও। ১৮৩ রান তাড়া করে ভারত জিতে গিয়েছিল ১৭ বল ও ৭ উইকেট হাতে রেখেই। আজ শেষ ৪ ওভারে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা নিলেন ৫৬ রান। তারপরও দলের রানটা ১৫০ হলো না। শ্রীলঙ্কার ইনিংস থেমে গেল ৫ উইকেটে ১৪৬ রানেই। ছন্দে থাকা ভারতের ব্যাটিং লাইনআপের কাছে এ রানটা তাড়া করাও কঠিন কিছু হলো না। এবার রোহিত শর্মার দল জিতল ১৯ বল ও ৬ উইকেট হাতে রেখে। টি-টোয়েন্টিতে এটা ভারতের টানা ১২তম জয়। আন্তর্জাতিক ক্রিকেটের এ সংস্করণে টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ডে আফগানিস্তান ও রোমানিয়ার সঙ্গে এখন ভারতেরও মালিকানা। আফগানিস্তানের সেই জয়রথ অবশ্য থেমে গেছে ২০১৯ সালেই। তবে ভারতের মতো রোমানিয়ারও সুযোগ আছে রেকর্ডটাকে আরও বাড়িয়ে নেওয়ার। টি-টোয়েন্টিতে ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডও (৬২ ম্যাচে ৪০ জয়) এখন ভারতের। ৭৩ ম্যাচে ৩৯ জয় নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। এ ম্যাচ দিয়েই সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার রেকর্ডে শোয়েব মালিককে ছাড়িয়ে শীর্ষে উঠেছেন রোহিত শর্মা (১২৫ ম্যাচ)। তবে ব্যাট হাতে এদিন খুব বেশি কিছু করতে পারেননি ভারত অধিনায়ক। তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই রোহিতকে (৫) হারানো ভারতকে ২৮ বলে ৪৫ রানের জুটি গড়ে ভিতটা এনে দেন সঞ্জু স্যামসন ও শ্রেয়াস আইয়ার। ১২ বলে ১৮ রান করে স্যামসন ফিরে যাওয়ার পর ওপাশ থেকে উইকেট পড়েছে। কিন্তু আইয়ার এক প্রান্ত সামলে রেখে রান করে গেছেন ঝড়ের গতিতেই। ২৯ বলে পেয়েছেন অর্ধশতক, শেষ পর্যন্ত দলকে জিতিয়ে যখন মাঠ ছাড়েন তাঁর রান ৪৫ বলে ৭৩। রবীন্দ্র জাদেজা অপরাজিত ছিলেন ১৫ বলে ২২ রান করে। ওদিকে আগে ব্যাট করতে নেমে ১৩তম ওভারের প্রথম বলে দিনেশ চান্ডিমাল ফেরার সময় শ্রীলঙ্কার স্কোর ছিল ৫ উইকেটে ৬০ রান। ধর্মশালায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সেখান থেকেও যে সফরকারীরা ১৪৬ রান পর্যন্ত গেল, সেটি অধিনায়ক দাসুন শানাকার ৩৮ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংসে। টসে জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা শুরুতেই আবেশ খান ও মোহাম্মদ সিরাজের তোপে পড়ে। ৪ ওভারে ১১ রান তুলতেই তারা হারায় ৩ উইকেট। নবম ওভারে রবি বিষ্ণয়ের বলে জানিত লিয়ানাগেও ফেরেন, শ্রীলঙ্কার প্রথম চারজন ব্যাটসম্যান মিলে করে ১৪ রান। শানাকার সঙ্গে চান্ডিমালের পঞ্চম উইকেট জুটিতে ওঠে ৩১ রান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct