রাজু আনসারী,অরঙ্গাবাদ,আপনজন: রাজ্যের অন্যান্য প্রান্তের মতো ধুলিয়ান পুরসভাতেও সম্পন্ন হলো পৌর নির্বাচন। পৌরসভার ২১ টি ওয়ার্ডের জন্য এদিন ভোট গ্রহণ করা হয়। নির্বাচন উপলক্ষে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা। সকাল সাতটা থেকে শুরু হয় ভোট গ্রহণ। সকাল থেকে বেশ কিছু ওয়ার্ডে ইভিএম খারাপের খবর আসে। ফলে সাময়িক কিছুক্ষণ বন্ধ থাকে ভোট গ্রহণ। যদিও পরে তা স্বাভাবিক হয়ে যায়। প্রথম দিকে পুরসভার বেশিরভাগ ওয়ার্ডে শান্তিপূর্ণ ভাবে ভোট হলেও বেলা বাড়তেই বেশ কিছু ওয়ার্ডে শুরু হয় অশান্তি। ধুলিয়ান পুরসভার আট নম্বর, ১৬ নম্বর বুথে তৃণমূলের পতাকা লাগিয়ে টোটোতে করে ভোটারদের বুথে নিয়ে আসার অভিযোগ উঠে। সেখানে ছাপ্পা ভোট এবং সংবাদমাধ্যমের কর্মীদের উপর আক্রমণ করা হয়। আট নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীও টোটো করে ভোটারদের বুথে নিয়ে আসার চিত্র লক্ষ করা যায়। ১৮ নম্বর ওয়ার্ডে ভোট দিতে যাবার পথে কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। ১৭ নম্বর ওয়ার্ডে হাতে কালি লাগানোর পর অন্যজন ভোট দিচ্ছেন এমন অভিযোগ ওঠে! মহিলাদের ভোট দিতে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থীকে ও এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। সবচেয়ে বড় উত্তেজনা ছড়ায় ১৪ নম্বর ওয়ার্ডে। সেখানে ৫১ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ যেতেই পুলিশকে লক্ষ করে ব্যাপক ইট বৃষ্টি শুরু হয়। বোমা ছোড়া হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় ব্যাপক উত্তেজনা। ইট বৃষ্টির আঘাতে জখম বেশ কয়েকজন পুলিশ কর্মী। ঘটনাস্থলে পৌঁছাতেই ফরাক্কার এসডিপিও আসিম খানের উপর হামলা করা হয়। জখম হন এসডিপিও। তৃণমূলের অভিযোগ, নির্দল প্রার্থী এই হামলা ও বোমা বাজি করেছে। যদিও পাল্টা নির্দল প্রার্থী তৃণমূলের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি পুলিশের গাড়ি। সংবাদ মাধ্যমের কর্মীদের ছবি তুলতে বাঁধা দেওয়া হয়। ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সাংবাদিকদের উদ্দেশ্যে বোমা ও ছাড়া হয়। পাশাপাশি ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছড়ায়। বোমার আঘাতে জখম হন এক কনস্টেবল ও পুলিশ কর্মী। জখম হন আরো বেশ কয়েকজন ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জখমদের উদ্ধার করে অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাইক ও সুমো। ধুলিয়ান পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ও ছাপ্পার অভিযোগ ওঠে। এদিকে ভোট প্রক্রিয়া শেষের মুহূর্তে জনতার হাতে ধরা পরে এক ভুয়ো ভোটার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ধুলিয়ান পুরসভার ১ নম্বর ওয়ার্ডে। ভুয়ো ভোটারকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ভুয়ো ভোটারকে আটক করেছে পুলিশ। সার্বিক ভাবে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই কার্যত সম্পন্ন হয়েছে ধুলিয়ান পুরসভার ভোট। মোট ২১ টি ওয়ার্ডের মধ্যে আটটি ওয়ার্ডে অশান্তির খবর মেলে। বাকি ১৩ টি ওয়ার্ডেই মোটের উপর শান্তিতেই সম্পন্ন হয় ভোট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct