আপনজন ডেস্ক: মণিপুরে সোমবার ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩৮টি আসনে প্রথম দফার নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি। ইম্ফল পূর্ব জেলার ক্ষেত্রিগাও বিধানসভা কেন্দ্রে জেডি (ইউ) প্রার্থী ওয়াংলেমবাম রোহিত সিং যখন তার সমর্থকদের সাথে দেখা করছিলেন তখন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। বুকে গুলির আঘাত নিয়ে সিংকে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, মণিপুরের চূড়াচাঁদপুর জেলার গাংপিমুয়ালে দুর্বৃত্তদের বোমা ও গুলির আঘাতে প্রাণ হারিয়েছেন দুজন এবং আহত হয়েছেন পাঁচ জন। তদন্তে নেমেছে পুলিশ।
দুর্বৃত্তদের বোমা বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনায় মণিপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ সোমবার রাজ্যে ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩৮টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর, কাংপোকপি এবং চুরাচাঁদপুর - এই পাঁচটি জেলার ১৭৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণের জন্য ১,৭২১ টি ভোটকেন্দ্রে ১২ লক্ষেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইম্ফল পূর্ব জেলার নাহারুপ মাখাপাটে রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ওয়াংলেমবাম রোহিত সিং যখন তার সমর্থকদের সাথে দেখা করছিলেন তখন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। সিং ইম্ফল পূর্ব জেলার ক্ষেত্রিগাও বিধানসভা কেন্দ্রে জেডি (ইউ) প্রার্থী। বুকে গুলির আঘাত নিয়ে সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিধানসভা নির্বাচনের আগেই বিস্ফোরণের ঘটনা ঘটল মণিপুরের চূড়াচাঁদপুর জেলার গ্রামে। ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন এবং আহত হয়েছেন পাঁচ জন। আহতদের প্রত্যেককেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে। কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct