মোসাররাফ হোসেন,জঙ্গিপুর,আপনজন: করোনা অতিমারির কারণে দীর্ঘ দুই বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পঠন-পাঠন বন্ধ ছিল ! তবে ২০২২ সালে মাধ্যমিক,উচ্চমাধ্যমিক, আলিম, ফাজিল পরীক্ষাগুলি অফলাইনেই হবে বলে জানা যায় ৷ ফলে আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে আলিম, ফাজিল এবং মাধ্যমিকের মতো জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা। ছাত্রছাত্রীদের সামনে পরীক্ষা সংক্রান্ত ভয়ভীতি দূর এবং পরীক্ষার সুন্দর রূপ রেখা তুলে ধরতে পরীক্ষা প্রস্তুতি শিবিরের আয়োজন করল এসআইও রঘুনাথগঞ্জ ব্লক। প্রায় ২৩০ জন ছাত্রছাত্রী এই পরীক্ষা প্রস্তুতি শিবিরে উপস্থিত ছিল। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর মুনিরিয়া হাইমাদ্রাসার শিক্ষক শাজাহান সেখ, আলমগীর সেখ , মহঃ আজিজুল রহমান ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিনারুল সেখ। পরীক্ষার আগের মুহূর্তের গুরুত্বপূর্ণ সময়কে পরিকল্পনা মাফিক কিভাবে কাজে লাগানো যায় এবং পরীক্ষা হলে কিভাবে উত্তরপত্র লিখলে ভালো রেজাল্ট করা যায়, সেই সব বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন উপস্থিত শিক্ষকবৃন্দ। এসআইও-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার ক্যাম্পাস সেক্রেটারি ওবায়দুর রহমান, কিশোরঅঙ্গন সেক্রেটারি খাইরুল সেখ, ব্লক প্রেসিডেন্ট তৌসিফ আকতার, সেক্রেটারি মহঃ জসিম সেখ, ক্যাম্পাস সেক্রেটারি সায়েদ আফ্রিদি ও অন্যান্য দায়িত্বশীলগণ। প্রস্তুতি শিবির শেষে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের ‘পরীক্ষা প্রস্তুতি টিপস্ ‘ নামক গাইড বুক প্রদান করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct