সাদ্দাম হোসেন মিদ্দে,ভাঙড়,আপনজন: উত্তর ইউরোপের দেশ ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দ্রুত দেশে ফিরিয়ে আনুন। এই মর্মে ভারতীয় বিদেশ মন্ত্রকের কাছে ইমেইল করলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী।নওসাদ সিদ্দিকী ইংলিশ ভাষায় ইমেলটি লিখেছেন। শনিবার তিনি ইমেইলটি বিদেশ মন্ত্রকে পাঠিয়ে দিয়েছেন। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের ঠিকানায় লেখা হয়েছে ইমেলটি। ইমেলে নওসাদ সিদ্দিকী লেখেন, “ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধের কারণে অনেক ভারতীয় রাজধানী কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে আটকে আছেন। তাঁদের মধ্যে রয়েছেন পড়ুয়া, চাকুরিজীবী ও ব্যাবসায়ীরা। সেখানে পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হচ্ছে। মাননীয় বিদেশমন্ত্রী আপনি যুদ্ধ- বিধ্বস্ত দেশ থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য দ্রুত ব্যাবস্থা গ্রহন করুন।” উল্লেখ্য উত্তর ইউরোপের প্রতিবেশী দুই দেশ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। পরাক্রমশালী রাশিয়ার নিকটে বিধ্বস্ত ইউক্রেন। সূত্রের খবর প্রায় ১৯ হাজার অনাবাসী ভারতীয় ইউক্রেনে থাকেন। তাঁদের মধ্যে বেশিরভাগই মেডিকেল পড়ুয়া। আটকে পড়া ভারতীয়দের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct