আপনজন ডেস্ক: মার্চে রাশিয়ার মাটিতে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের একটি প্লে-অফ ম্যাচ খেলার কথা পোল্যান্ডের। কিন্তু ইউক্রেনে যুদ্ধের প্রতিবাদে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে পোলিশ এফএ। পোলিশ এফএ প্রধান চেজারি কুলেৎজা বলেন, ‘আর কোনো কথা নয়, এবার কাজ করে দেখানোর সময়। রাশিয়ান ফেডারেশনের ইউক্রেনের ওপর আক্রমণের প্রতিবাদে আমরা তাদের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছি। এটাই সঠিক সিদ্ধান্ত।’পোল্যান্ড জাতীয় দলের অধিনাক রবার্ট লেভানদভস্কি এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। বায়ান মিউনিখ সুপারস্টার বলেন, ‘এটি সঠিক সিদ্ধান্ত। ইউক্রেনে সশস্ত্র আগ্রাসন চলাকালীন রাশিয়ান জাতীয় দলের সঙ্গে ম্যাচ খেলার কথা কল্পনাও করতে পারি না আমি। রাশিয়ান ফুটবলার এবং ভক্তরা এর জন্য দায়ী নয়, তবে আমরা ভান ধরতে পারি না যে কিছুই ঘটছে না।’
আগামী ২৪ মার্চ মস্কোতে বাছাই পর্বের প্লে-অফ ম্যাচে রাশিয়ার মুখোমুখি হওয়ার কথা পোল্যান্ডের। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ লড়াইয়ে যারা জিতবে, তারা চেক প্রজাতন্ত্র-সুইডেনের মধ্যকার ম্যাচে জয়ী দলের বিপক্ষে লড়বে মূল পর্বের টিকিটের জন্য। প্লে-অফ সেমিফাইনালে পোল্যান্ডের বিপক্ষে যদি রাশিয়া জেতে তাহলে ২৯শেমার্চ ঘরের মাঠে সুইডেন অথবা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্লে-অফ ফাইনাল খেলবে তারা। রাশিয়ায় বাছাই পর্বের কোনো ম্যাচ আয়োজন না করতে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে দাবি জানিয়েছে পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও সুইডেন। এক যৌথ বিবৃতিতে এ দাবি জানায় তারা। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার বলেন, ‘আমরা এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যখন প্রয়োজন পড়বে আমরা দ্রুতই এসব ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’
ইউরোপিয়ান ফুটবলের গভর্নি বডি উয়েফা ইতিমধ্যেই জানিয়েছে, রাশিয়ার মাটিতে উয়েফার কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা হবে না। এবার চ্যাম্পিয়নস লীগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেন্ট পিটার্সবার্গে। সেটি সরিয়ে নেয়া হয়েছে ফ্রান্সের প্যারিসে। তবে ফিফা এখনো তাদের অবস্থান পরিষ্কার করেনি। পোলিশ এফএ’র একজন মুখপাত্র শুক্রবার বলেন,‘ আমরা এখনো ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। গতকালের সংবাদ সম্মেলন ও প্রেস মিটিংয়ের পর আমরা কিছুই জানতে পারিনি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct