নাজিম আক্তার,রতুয়া,আপনজন: হিজাব বিতর্কে অভিযুক্ত সিনিয়ার নার্সকে বরখাস্ত করার দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশনকে ঘিরে সরগরম রতুয়া। হিজাব বিতর্ক নিয়ে মালদা জেলার রতুয়া-১ নং ব্লকের গ্রামীণ হাসপাতালের সিনিয়র নার্সকে বরখাস্ত করার আবেদন জানিয়ে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন দেন স্থানীয় বাসিন্দারা। শনিবার প্ল্যাকার্ড হাতে নিয়ে হাসপাতালের সামনে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন রতুয়া এলাকার স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি অভিযুক্ত সিনিয়র নার্সকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন আমার হুঁশিয়ারি।
উল্লেখ্য,গত ২৩ ফেব্রুয়ারি রতুয়া-১ গ্রামীণ হাসপাতালে হিজাব পরে আসায় গোরাক্ষা উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মী আনোয়ারা খাতুনকে অপমানিত করেন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নার্স শম্পা প্রামাণিক। সেই খবর সোম্যাল মিডিয়ায় চড়িয়ে পড়ায় ও সংবাদমাধ্যমে প্রকশিত হওয়া বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এ নিয়ে ওই সিনিয়র নার্সের বিরুদ্ধে ব্লক স্বাস্থ্য আধিকারিক ও বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছিলেন ওই স্বাস্থ্যকর্মী। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন রতুয়া-১ ব্লকের বিডিও এবং রতুয়া গ্রামীণ হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক মাসুদ রহমান। তবে ঘটনা দুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও সেই সিনিয়র নার্সের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি কর্তৃপক্ষ। তাই শনিবার দুপুরে রতুয়া এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সিনিয়র নার্স শম্পা প্রমানিকের বিরুদ্ধে বরখাস্ত করার আবেদন জানান রতুয়া গ্রামীণ হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক মাসুদ রহমানকে। গ্রামবাসীদের দাবি, এভাবে হিজাব নিয়ে অপমান বাংলায় বরদাস্ত করা হবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct