আপনজন ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সঙ্গে নিজের বাহিনীর সঙ্গে যোগ দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ। মুসলিম অধ্যুষিত রাশিয়ার চেচনিয়া অঞ্চলের এই নেতা অনলাইনে এক ভিডিও বলেন, তার বাহিনী কোনো রক্তপাত ছাড়াই ইউক্রেনের একটি সামরিক স্থাপনা দখল করে নিয়েছে।চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রধান মিত্র হিসেবে পরিচিত। এই হামলার প্রতি সাফাই গেয়ে তিনি বলেন, পুতিনের ইউক্রেনে হামলার এই সিদ্ধান্তের ফলে মস্কোর শত্রুরা রাশিয়ার হামলা চালানোর আগে দুইবার ভাববে। চেচেন যোদ্ধারা কাদিরভের প্রতি অনুগত। অবশ্য কাদিরভের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। এদিকে, রাশিয়ার সামরিক মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ শনিবার বলেছেন, আক্রমণের সময় মস্কোর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।অন্যদিকে, রাশিয়ার প্রায় ১৪টি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার, ১০২টি ট্যাংক ও ৫৩৬টি সাঁজোয়া যান ইউক্রেনীয় সেনারা ধ্বংস করেছে বলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক টুইট বার্তায় দাবি করেছে। টুইট বার্তায় বলা হয়েছে, রুশ সেনাদের আনুমানিক ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে ১৪টি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার, ১০২টি ট্যাংক, ৫৩৬টি সাঁজোয়া যান, ১৫টি আর্টিলারি এবং ‘বাক’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা’। এছাড়া চলমান সংঘর্ষে ৩ হাজার ৫০০ রুশ সেনাকে ইউক্রেনীয় সেনারা হত্যা করেছে বলে ইউক্রেনের সামরিক বাহিনীর বরাতে যুক্তরাজ্যের গণমাধ্যম বিসিবি জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের তৃতীয় দিনে রাজধানী কিয়েভে তীব্র হামলা চালাচ্ছে রুশ সেনারা। কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।তবে গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত নিজেদের কত সেনা হতাহত হয়েছে, সে সম্পর্কে এখনও কিছুই জানায়নি রাশিয়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct