সেখ রিয়াজুদ্দিন,বীরভূম,আপনজন: রবিবার রাজ্যের অন্যান্য পৌরসভার পাশাপাশি বীরভূম জেলার পাঁচটি পৌরসভার ও নির্বাচন অনুষ্ঠিত হবে।বীরভূম জেলায় রয়েছে মোট ৬ টি পুরসভা, যার মধ্যে নির্বাচন হবে সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়া, দুবরাজপুর এবং বোলপুর এই ৫টি পুরসভায়। বাকি একটি নলহাটি পৌরসভায় নির্বাচন হচ্ছে না তাদের মেয়াদ পূর্তি না হওয়ার জন্য। উল্লেখ্য,বীরভূমের পুরভোটে এবার তেমন দৌড় ঝাঁপ, তাপ- উত্তাপ নেই! থমথমে ভাব। নেই তেমন দেওয়ালে দেওয়ালে স্লোগান, রং তুলির শিল্পকর্ম, ভোটের রাজনৈতিক মিটিং-মিছিল ও ছিল তুলনায় কম।
বিশেষ করে বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট এমন সব বিরোধীদলের মিটিং-মিছিল, দেওয়াল লিখন তেমনভাবে দেখা যায় নাই । জেলায় ৫টি পুরসভায় মোট ৯৩ টি ওয়ার্ডের মধ্যে মাত্র ৪৩টি ওয়ার্ডে ভোট হচ্ছে!ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দীতায় ৫০টি ওয়ার্ডে জয় লাভ করেছে শাসক তৃণমূল। এরইমধ্যে সাঁইথিয়া এবং সিউড়ি পৌরসভা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পুরবোর্ড গঠন সময়ের অপেক্ষা। এই নির্বাচনে সব মিলিয়ে এবার মোট প্রার্থীর সংখ্যা ১১৫ জন। বেশিরভাগ আসনেই হচ্ছে দ্বিমুখী’ লড়াই, কোথাও বা ত্রিমুখী।ভোটের হাতিয়ার হিসেবে শাসক তৃণমূল কংগ্রেস তাদের রাস্তা নির্মাণ,আলো, পানীয় জল,খাদ্য সাথী,স্বাস্থ্য সাথী, লক্ষীর ভান্ডার এমনসব প্রকল্পের উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরে ভোট প্রচার করেছেন। অন্যদিকে বিরোধীরা শাসক দলের দুর্নীতি, স্বজন-পোষণ ও পুর পরিষেবার ব্যর্থতার দিকগুলিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তুলে ধরছেন যানজটের ও কথা। পুরনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে রুটমার্চ, পুলিশি টহল দাড়ি, নাকা চেকিং বাড়ানো হয়েছে। ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct