আপনজন ডেস্ক: আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্য দিয়ে ইউক্রেন থেকে ২১৯ জনের প্রথশ ভারতীয় দল মুম্বাই বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে ফিরল শনিবার। ফলে, অভিভাবকার স্বস্তি পেলেন। এদিন রোমানিয়ার বুখারেস্ট থেকে এয়ার ইন্ডিয়ার বিমান ২১৯ ডাক্তারি পড়ুয়াকে মুম্বাইয় বিমানবন্দরে ফিরিয়ে আনলে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী পীষূষ গোয়েল। বুখারেস্ট থেকে দিল্লির পথে এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিমানও। সেই বিমানে ফিরছেন আরও ২৫০ জন ভারতীয়। তবে প্রথম দফায় ৪৭০ জনের বেশি ভারতীয় পড়ুয়া রোমানিয়ায় এসেছেন যাদের প্রায় সবাই ডাক্তারি পাঠরত। শনিবার ভারতীয় ডাক্তারি পড়ুয়াদের যে দলটি প্রথম মুম্বাইয়ে নামে তাতে বাংলারও কয়েকজন পড়ুয়া আছেন। রুশ হামলায় কার্যত বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়ারা অন্য দেশ ঘুরে দেশে ফেরার চেষ্টা করছেন। সর্বত্রই তাদের সঙ্গে ছিল তেরঙা পতাকা। রাজধানী কিয়েভে এখন খাদ্যের সংকট তীব্র আর বহু জায়গায় নেই জল ও বিদ্যুৎ। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ইউক্রেনে আটকে পড়েছেন ভারতীয় পড়ুয়ারা। তারা দেশে ফেরার জন্য উদগ্রীব। ভারত সরকারের তরফে তাদেরকে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে, ইউক্রেনে আটকে থাকা পশ্চিমবাংলার প্রায় ১৯৯জন ডাক্তারি পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারের তরফে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এদের বেশিরভাগই ইউক্রেনের বিভিন্ন মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ছেন। তাদেরকে বিনা ব্যয়ে বিমানে করে কলকাতায় আনা হয়, একেবারে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা হচ্ছে। ইউক্রেন থেকে বাংলার পড়ুয়াদের ফিরিয়ে আনার ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শনিবার জানান, ইউক্রেন থেকে পড়ুয়ারা দিল্লি এবং মুম্বইয়ে পৌঁছবে। আমাদের সরকার ওই পড়ুয়াদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে। ওই পড়ুয়ারা যাতে বাড়িতে নিরাপদে বাড়িতে ফিরতে পারে, সেই ব্যবস্থা করছে। তাদের বিনামূল্যে বিমানের টিকিটের পাশাপাশি, বিমানবন্দর থেকে বাড়িতে পৌছে দেওয়ারও ব্যবস্থা করা হবে। এর ফলে স্বস্তি অভিভাববকদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct