সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাপক শিলা বৃষ্টি। গুড়িয়ে গেল পুলিশের ক্যাম্পের এসবেস্টাসের চালা। ক্ষতি গ্রস্ত একাধিক গ্রামের এসবেস্টাস ও টিনের চালা থেকে ফসল। রাস্তা থেকে বাড়ির, ফুটের টব ফলে সাদা শিলে। যেন শীতের তুষার পাত। তবে তাতেই আচমকাই যেন মাথায় বাজ ভেঙে পড়েছে একাধিক পরিবারে। বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতোই বিকালের পর থেকে আকাশে জমতে থাকে মেঘ। তবে শুধু বৃষ্টি নয়, বাঁকুড়ার খাতড়া, রানিবাঁধ, সারেঙ্গা, রাইপুর ব্লকের বিভিন্ন এলাকায় ব্যপক শিলা বৃষ্টি হয়েছে বলে জানাগেছে। আচমা এই শিলা বৃষ্টিতে ব্যপক ক্ষতির সম্মুখীন হয়েছে মানুষ। সারেঙ্গা ব্লকের সুখাডালী, খামানী, বীরভানপুর, গোয়ালবাড়ী পিড়রগাড়ী মোড় এলাকার যে সমস্ত বাড়িতে টিন এসবেস্টাসের চাল রয়েছে সেগুলি প্রায় সবই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাগেছে। অন্যদিকে সারেঙ্গার তেলিজাঁতে যৌথ বাহিনীর যে ক্যাম্পটি রয়েছে সেটিও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাগেছে। স্থানীয়রা জানিয়েছেন হঠাৎ এই শিলা বৃষ্টিতে শুধু বাড়ি ঘর নয়, ফসলেরও ব্যপক ক্ষতি হবে। বিশেষত শীত কালিন বিভিন্ন সব্জি, সরসে, আলু সহ তরমুজ গাছের ও ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে। তবে শুধু শিলা বৃষ্টি নয়, বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে বলে জানাগেছে। এক দিকে শিলের পরিমান যেমন বেশি ছিল তেমনি আকারেও ছিল বেশ বড়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct