আপনজন ডেস্ক: দলসংখ্যা বেড়েছে, বদলে যাচ্ছে আইপিএলের ফরম্যাটও। আগামী ২৬ মার্চ নতুন ফরম্যাটে শুরু হবে আইপিএলের ১৫তম আসর। ফাইনাল হবে ২৯ মে। মুম্বাই ও পুনের চারটি ভেন্যুতে হবে লিগ পর্বের ৭০টি ম্যাচ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্র্যাবোর্ন ও ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের সঙ্গে খেলা হবে পুনের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ওয়াংখেড়ে ও ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে আছে ২০টি করে ম্যাচ, অন্য দুই মাঠে ১৫টি করে। প্লে-অফের ভেন্যু জানানো হবে পরে। আইপিএলে এখন পর্যন্ত একবারই খেলেছে ১০টি দল। ২০১১ সালের সেই ফরম্যাটেই ফিরে যাচ্ছে টুর্নামেন্টটি। ১০টি দলকে দুটি ‘ভার্চ্যুয়াল’ গ্রুপে ভাগ করা হয়েছে। আইপিএলের শিরোপাসংখ্যা ও ফাইনাল ম্যাচ খেলার সংখ্যার ভিত্তিতে করা হয়েছে এ গ্রুপিং। এর ভিত্তিতে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন ও ছয়বার ফাইনাল খেলা দল মুম্বাইকে রাখা হয়েছে ১ নম্বর হিসেবে, ‘এ’ গ্রুপে। এর ভিত্তিতে ২ নম্বর দল করা হয়েছে চেন্নাইকে (৪ বার চ্যাম্পিয়ন ও ৯টি ফাইনাল), তারা আছে ‘বি’ গ্রুপে। নতুন ফরম্যাটে একই গ্রুপে থাকা দলগুলো একে অপরের সঙ্গে খেলবে দুটি করে ম্যাচ। অন্য গ্রুপে একই সারিতে থাকা দলের সঙ্গেও হবে দুটি ম্যাচ। তবে ভিন্ন গ্রুপের বাকি দলগুলোর সঙ্গে হবে একটি করে ম্যাচ। এ পদ্ধতিতে প্রতিটি দলই গ্রুপ পর্বে খেলবে ১৪টি করে ম্যাচ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct