আপনজন ডেস্ক: রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভের ভেতরে ঢুকে পড়েছে বলে ই্উক্রেন সূত্র জানিয়েছে। শুক্রবার দুপুরের আগে তাদের শহরের উত্তরের এলাকাগুলোতে অবস্থান করতে দেখা যায়। ভিডিওচিত্রে দেখা গেছে, উত্তর কিয়েভের একটি এলাকার মধ্য দিয়ে ট্যাংক যাচ্ছে। এর আগের খবরে বলা হয়েছিল, ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছে। রাজধানী কিয়েভের কাছে দুপক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে। শহরের উপকণ্ঠে একটি বিমানঘাঁটিতে লড়াই চলছে। ইউক্রেনের সরকারি কর্মকর্তারা বলেছেন, শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার খবর পেয়েছেন তারা। রাশিয়ার সেনা অভিযান শুরুর পরেই রাজধানী কিয়েভের আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলোতে শহরের মানুষ আশ্রয় নিতে জড়ো হয়। অনেকে বাসে করে শহর ছেড়ে যেতে উদ্যত হন। এছাড়া মহাসড়কে শহর ছাড়তে চাওয়া গাড়ির লম্বা লাইনও দেখা গেছে। অনেকে বেলারুশ সীমোন্তের দিকে চলে যাচ্ছেন। তবে, ইউক্রেনের বর্তমান সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা পর্ষদের এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। ইউক্রেন সরকারকে হটানোর আহ্বান জানিয়ে সেনা সদস্যদের উদ্দেশে পুতিন বলেন, ‘আপনারা নিজেদের হাতে ক্ষমতা তুলে নিন। এতে একটি সমঝোতায় পৌঁছানো আরও সহজ হবে।’ অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মুখপাত্র বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা করতে প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ তারা দেশটির ওপর হামলা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রসংঘ বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫০ হাজারেরও বেশি ইউক্রেনিয়ান অন্য দেশে পালিয়ে গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct