আপনজন ডেস্ক: ইউক্রেনে রাশিয়া সেনা পাঠানোর ঘোষণার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গত ৭ বছরে সর্বোচ্চ হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৭ ডলার ৬৬ সেন্ট হয়েছে। এটি ২০১৪ সালের সেপ্টেম্বর পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৫ ডলার ১৯ সেন্ট। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংকটের কারণে তেলের সরবরাহ কমে যেতে পারে এই আশঙ্কায় বিশ্ববাজারে এর দাম বাড়ছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ভাষাভাষী দোনেৎস্ক ও লুহানস্কে অঞ্চলে 'শান্তি রক্ষায়' প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা পাঠানোর ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছে। রাশিয়া হচ্ছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অপরিশোধিত তেল ও শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ। আসলে আমরা সংবাদের শিরোনাম নিয়ে ব্যবসা করছি। গত কয়েক ঘণ্টা ধরে সংবাদ শিরোনামগুলো অশুভ ইঙ্গিত দিচ্ছে। এ দিকে, সুইজারল্যান্ডভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাইটল'র প্রধান নির্বাহী রাসেল হার্ডি অয়েল প্রাইজ ডট কমকে বলেছেন, 'তেলের দাম ১০০ ডলারে পৌঁছাতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct