রাজু আনসারী,অরঙ্গাবাদ,আপনজন: আনিস খান হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা ভারত কৃষক সভা (এ আই কে এস) সুতী টু ব্লক কমিটির পক্ষ থেকে সুতি থানায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ১৮-ই ফেব্রুয়ারি শুক্রবারে দিনেই গভীর রাতে হাওড়ার আমতায় নিজের বাড়িতেই নৃশংসভাবে খুন হন আনিস খান। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনিসকে বাড়ির ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুনের অভিযোগ উঠেছে। তারি-ই প্রতিবাদে সারা ভারত কৃষক সভা (এ আই কে এস) মুর্শিদাবাদের সুতি টু ব্লক কমিটির পক্ষ থেকে আনিস হত্যার দ্রুত ন্যায়বিচারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে সুতি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি হয়। এদিন আনিস হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়। এই বিক্ষোভ ডেপুটেশনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা সুতী টু ব্লক কমিটির সম্পাদক মোহাঃ তফিজুল ইসলাম, সামিউল সেখ শিক্ষক নেতা, যুব নেতা সারিফ আহাম্মেদ, লতিব সেখ, কৃষক নেতা মতিউর রহমান কৃষক সভার নেতৃত্ব গণ।
এদিন সারা ভারত কৃষক সভার সুতী-২ ব্লক সম্পাদক মোহাঃ তফিজুল ইসলাম বলেন আনিস খান কে যারা খুন করেছে তাদেরকে চিহিৃত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসল অপরাধীকে আড়াল করতে হাওড়া গ্রামীণ এস পি সৌম্য রায় তৃণমূল কংগ্রেসের নেতাদের কথা অনুযায়ী চলছেন এবং একজন সিভিক পুলিশ ও একজন হোমগার্ডকে গ্রেফতার করে রাখব বোয়ালদের বাঁচানোর চেষ্টা করছেন। সারা ভারত কৃষক সভার সুতী-২ ব্লক সম্পাদক আরো দাবি করেন অবিলম্বে আমতা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের এবং হাওড়া গ্রামীণ এস পি সৌম্য রায় কে গ্রেফতার করতে হবে এবং সি বি আই তদন্তের ব্যবস্থা সরকার কে করতে হবে সঠিক তদন্ত করে যদি দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে সারা ভারত কৃষক সভা ও সি পি আই (এম)এর অন্যন্য গণ সংগঠন গুলো বৃহৎ আন্দোলনে অবতীর্ণ হবে। পাশাপাশি পুলিশ প্রশাসন কে নিরপেক্ষতা বজায় রাখার পরামর্শ দেন মোহাঃ তফিজুল ইসলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct