মীর আনিসুল ইসলাম,বেড়াচাঁপা,আপনজন: বেড়াচাঁপা এলাকায় সততার পরিচয় দিলেন দেগঙ্গার অটো চালক মাসুম আলি। অটো চালকের সততায় এক মহিলা যাত্রী ফিরে পেলো তার ফেলে যাওয়া টাকার ব্যাগ। যে ব্যাগে মধ্যে ছিল ১৯টি ৫০০ টাকার নোট ও একটি সোনার অলঙ্কার। হারানো ব্যাগ পেয়ে অটো চালককে ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলা ও তার পরিজন। ঘটনাটি ঘটেছে বেড়াচাঁপা হাড়োয়া রুটে। সুত্রের খবর, সোমবার হাদিপুর ঝিকরা ১ পঞ্চায়েতের দেওয়ানআটি দক্ষিনপাড়ার তাহমিনা বিবি এসেছিলেন বেড়াচাঁপার বাদুড়িয়া রাস্তার মোড়ে একটি বেসরকারি নাসিং হোমে। সেখানে চিকিৎসা চলছিল তার ননদের। এদিন সন্ধ্যার নাগাদ বেড়াচাঁপা চৌমাথা থেকে হাড়োয়া রোড স্টেশন রোডের অটো চেপে বাড়ি ফেরেন। সেই অটোর মধ্যে ফেলে যান টাকা ও সোনার অলঙ্কারসহ ব্যাগটি। বাড়িতে ফিরে তহমিনার খেয়াল করেন তার ব্যাগটি হারিয়ে গেছে।অন্যদিকে ওই অটো চালক মাসুম আলি অটো মধ্যে পড়ে থাকা ব্যাগটি কুড়িয়ে পান। তা খুলে দেখেন তার মধ্যে রয়েছে টাকা ও সোনার অলঙ্কার। সেই ফেলে যাওয়া ব্যাগটি তিনি সেই মহিলা যাত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্য খোঁজ করলেও সেদিন তাঁকে খুঁজে না পেয়ে বাড়িতে নিয়ে যান ব্যাগটি। মঙ্গলবার ব্যাগটি খোঁজে হাড়োয়া রোড স্টেশনে আসেন তাহমিনা বিবি ও তার স্বামী। মাসুম তাঁকে দেখতে পেয়ে তার হাতে ব্যাগটি তুলে দেন। হারানো ব্যাগটি ফিরে পেয়ে অটো চালককে ধন্যবাদ জানান তাহমিনা। মাসুম এদিন বলেন, অপরের টাকার প্রতি লোভ করাটা অন্যায়। তাছাড়া সারা বছর যারা আমাদের গাড়ির যাত্রী তাদের নিরাপত্তা ও রক্ষা তো আমাদের দায়িত্ব। মাসুম এহেন সততার প্রশাংসা করেছেন অটো ইউনিয়ানের সভাপতি ফারুক দেওয়ান বলেন, প্রতিটি অটো চালকের এটা কতর্ব্য যাত্রীদের খেয়াল রাখা। মাসুম সেই কর্তব্য পালন করেছে। যা সততার পরিচয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct