সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: ভোট যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে লাল মাটির শহর বাঁকুড়ার পুর ভোট যুদ্ধ। শাসক দলের বিরুদ্ধে এলাকায় ভয় দেখানো ও গোলমাল পাকানোর অভিযোগ সামনে আনলেন ১৮ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। প্রসঙ্গত বাঁকুড়া পুরসভার ১৮ নং ওয়ার্ডের গতবারের তৃনমূল থেকে নির্বাচিত অনন্যা রায় চক্রবর্তীকে টিকিট দেয়নি দল। তৃনমূল প্রার্থী না করায় নির্দল হয়ে ভোট ময়দানে সামিল হয়েছে অনন্যা রায় চক্রবর্তী। এই ওয়ার্ডে কাকলি দত্ত কে প্রার্থী করে চমক দিয়েছে তৃনমূল। স্বাভাবিক ভাবে প্রাক্তন তৃনমূলের সাথে তৃনমূলের লড়াই এই ওয়ার্ডে জমজমাট হয়ে উঠেছে। এই ভোট যুদ্ধের মাঝেই শাসকদলের বিরুদ্ধে এলাকায় গোলমাল পাকানোর অভিযোগ আনলেন বহিস্কৃত তৃণমূলী নির্দল প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। নির্দল প্রার্থীর অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে শাসকদলের লোকজন ওয়ার্ডের ভোটারদের বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছেন। বিভিন্ন ভাবে গোলমাল পাকানোর চেষ্টা করছেন। এর ফলে ভোট প্রক্রিয়া অশান্তি হবার আশংখ্যা করছেন নির্দল প্রার্থী। বাঁকুড়া মহকুমা শাসকের কাছে লিখিত ভাবে এমন অভিযোগ করেছেন। শান্তিপুর্ন ভাবে যাতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয় প্রশাসনের নিকট আবেদন করেছেন নির্দল প্রার্থী। অন্যদিকে সব অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন ১৮ নং ওয়ার্ডের তৃনমূল প্রার্থী কাকলি দত্ত। তাঁর দাবি নির্দল প্রার্থীর লোকজন নেই, এখন ভয় পেয়ে এসব মিথ্যে কথা বলছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct