আপনজন ডেস্ক: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বেশ কয়েকটি প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো কথা রেখেছেন। ভোটপরব মিটতেই তিনি বাস্তাবয়িত করেছেন লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশন প্রভৃতি কর্মসূচি। তিনি পড়ুয়অদের সুবিধার্থে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে ঘোষণা দিয়েছিলেন তার বস্তায়বায়নও শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ৫০০০ পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে পড়ুয়াদের নানা সুযোগ–সুবিধার কথা জানালেন তিনি। দিলেন পাশে থাকার বার্তাও। ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা শিক্ষার একটা নতুন দিগন্ত। গতবছর সরকারে আসার আগে এটা আমাদের প্রতিশ্রুতি ছিল। এখানে সরকারই হল গ্যারান্টার। অনেকেই পড়াশোনার জন্য ঋণ পায় না। কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য ইতিমধ্যেই ২০ হাজার পড়ুয়ার ঋণের ছাড়পত্র পেয়েছে। যার অর্থমূল্য ১৫৪২ কোটি টাকা। আরও ২৫ হাজার পড়ুয়া ছাড়পত্র পাবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct