আপনজন ডেস্ক: রাশিয়ার সঙ্গে সামরিক হামলায় অংশ না নিতে রাশিয়ার মিত্র বেলারুশের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রধান চার্লস মিশেল। ন্যাটো সদর দপ্তরে বেলারুশ এবং ওই দেশের জনগণের কাছে এ বিষয়ে আবেদন করে মিশেল বলেন, `রাশিয়ার ধ্বংসাত্মক পদক্ষেপ অনুসরণ না করার বিকল্প আপনাদের আছে। ইউক্রেনে আপনাদের প্রতিবেশীদের বিরুদ্ধে এই অপ্রয়োজনীয় ট্র্যাজেডিতে অংশ না নেওয়ার বিকল্প আপনাদের আছে।`বেলারুশের সঙ্গে উত্তর ইউক্রেনের সীমান্তে আছে। ইউক্রেনের সরকার বলছে, হাজার হাজার রাশিয়ান সেনাকে নিজেদের সীমান্ত পেরিয়ে ইউক্রেনে প্রবেশের অনুমতি দিচ্ছে বেলারুশ। এর আগে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা জানাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ফোন করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct