আপনজন ডেস্ক: পতাকা শিল্প গোষ্ঠীর অন্যতম শিক্ষা সংস্থা জিডি স্টাডি সার্কল পশ্চিমবঙ্গের প্রায় শতখানেক মুসলিম শিক্ষাপ্রতিষ্ঠান বা মিশন পরিচালনায় সহায়তা করে থাকে। করোনা বিধি নিষেধের জন্য দীর্ঘদিন মিশনগুলি বন্ধ ছিল। রাজ্য সরকারের স্কুল খোলার নির্দেশ পেয়ে ফের মিশনগুলিতে চালু হয়েছে পঠনপাঠন। এই পরিস্থিতিতে মিশনগুলি সঠিক পরিচালনা করার লক্ষে জিডি স্টাডি সার্কল এক বৈঠকের আয়োজন করে। কলকাতার জিডি অ্যাকাডেমিতে আয়োজিত ওই বৈঠকে হাজির ছিলেন বিভিন্ন মিশনগুলির সম্পাদক ও কর্ণধাররা। এদিন মিশনগুলির প্রতিনিধিদের সামনে শিক্ষা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অবরপ্রাপ্ত আইএএস তথা জিডি স্টাডি সার্কলের কর্ণধার সেখ নুরুল হক। এছাড়া, মিশনগুলির প্রতি নানা প্রয়োজনীয় পরামর্শ দেন পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের মোতাহার হোসেন, অবসরপ্রাপ্ত ডব্লিউবিসিএস সৈয়দ নাসির উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন আইপিএস মাহবুব রহমান, অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক আব্দুর রহিম, প্রাক্তন পুলিশ অফিসার মসিউর রহমান। বিভিন্ন মিশনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন নাবাবিয়া মিশনের সাধারণ সম্পাদক সেখ শাহিদ আকবর, মিল্লি আল আশীন মিশনের মাওলানা আব্দুল ওয়াহাব সহ আরও অনেকে। এদিনের বৈঠকে যেসব মিশনের কর্ণধার ইতিমধ্যে পরলোকগমন করেছেন তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct