আপনজন ডেস্ক: রাশিয়ার ইউক্রেন আক্রমণের আশঙ্কার মধ্যে স্যাটেলাইট ছবিতে দেশটির সীমান্তের কাছাকাছি অঞ্চলে রুশ সামরিক বাহিনীর নতুন মোতায়েন সৈন্য দেখা গেছে। ইউক্রেন সীমান্ত থেকে ২০ কিলোমিটারেরও কম দূরে বেলগোরোদের দক্ষিণ-পশ্চিমের গ্রামীণ এলাকায় বেশ কিছু নতুন সেনা ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। রাশিয়ার পার্লামেন্ট গতকাল মঙ্গলবার ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা দেওয়ার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশের বাইরে সেনাবাহিনী মোতায়েন করার অনুমতি দিয়েছে। গত ২৪ ঘণ্টায় ‘ম্যাক্সার’-এর সংগৃহীত স্যাটেলাইট ছবিতে দক্ষিণ বেলারুশ এবং ইউক্রেনীয় সীমান্তের কাছে পশ্চিম রাশিয়ার একাধিক স্থানে বাড়তি রসদ এবং সরবরাহের স্থাপনা ও সৈন্য চলাচল দেখা যায়। ইউক্রেন সীমান্তে নতুন কার্যকলাপের মধ্যে দক্ষিণ বেলারুশের মোজিরের কাছে একটি ছোট বিমানঘাঁটিতে ১০০টিরও বেশি যান এবং বেশি কিছুসংখ্যক সেনা তাঁবু দেখা যায়। ওই বিমানঘাঁটি ইউক্রেন সীমান্ত থেকে ৪০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত। এ ছাড়া পশ্চিম রাশিয়ার পোচেপের কাছে অতিরিক্ত স্থাপনার জন্য বিশাল এলাকা সাফ করা হচ্ছে। বেলগোরোদের পশ্চিম উপকণ্ঠে একটি সামরিক গ্যারিসনে নতুন ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। অন্যদিকে রুশপন্থী বিদ্রোহীরা কামান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এতে একজন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেন সেনাবাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন চরম পর্যায়ে। ইউক্রেনের সেনাবাহিনী তাদের ফেসবুক পাতায় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিদ্রোহীরা ৯৬ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। বিদ্রোহীরা কামান, মর্টার ও গ্র্যাড রকেট সিস্টেম ব্যবহার করেছে। গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন প্রজাতন্ত্র’ হিসেবে স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জেরে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা আরও গভীরের দিকে। এছাড়া আজ বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার পুরোমাত্রার হামলা সম্ভবত আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct