আপনজন ডেস্ক: বীরভূমের দেউচা পাঁচামিতে খনি শিল্পের জন্য যারা জমি দিয়েছেন তাদের জন্য সুখবর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমিদাতাদের জন্য ১০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী বললেন, জমিদাতাদের কাউকে বঞ্চিত করা হবে না। জমিদাতাদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। মিলবে ক্ষতিপূরণও। জমিদাতাদের পুনর্বাসন প্রকল্পের জন্য ১০ হাজার কোটি টাকার ড়্যাকেজ করা হযেছে, যেখানে জমিদাতাদের জমির দাম প্রায় দ্বিগুণ দেওয়া হবে। তিনি আরও জানান, ৬ জন জমিদাতাকে চাকরির নিয়োগপত্র, ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। দেউচা পাঁচামিতে কেউ বঞ্চিত হবে না। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী জমিদাতাদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। উচা পাঁচামিতে ৩০,০০০ কোটি টাকা বিনিয়োগ হবে। ৪,৩০০ জন জমিদাতা আছেন। এদিনই মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দেউচা পাঁচামিতে ২০৩ জমিদাতাদের হাতে চাকরির নিয়োগপত্র, পাট্টা এবং ক্ষতিপূরণের চেক এদিন তুলে দেওয়া হল রাজ্য সরকারের তরফে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct