সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: এবার পৌরভোটের প্রাকমুহুর্তে সোমবার রাত্রি দশটা নাগাদ সোনামুখী পৌরসভার এগার নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী ও নির্দল কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় উভয় পক্ষের চার জন আহত হয়েছে। এগার নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সঞ্জয় চ্যাটার্জ্জীর ইলেকশন এজেন্ট দেবনাথ ঘরকে প্রথমে তৃণমূল কর্মীরা মারধর করে বলে তাদের দাবি এবং পরে তৃণমূল কর্মীদের নির্দল কর্মীরা মারধর করে বলে পাল্টা দাবি করে তৃণমূল। অভিযোগ পাল্টা অভিযোগে রীতিমতো সরগরম হয়ে ওঠে এগার নম্বর ওয়ার্ড। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নির্দল প্রার্থী সঞ্জয় চ্যাটার্জ্জী জানান , দেবনাথ ঘর নামে আমার ইলেকশন এজেন্ট রাস্তা দিয়ে পার হচ্ছিল মদ খেয়ে ওকে তৃণমূল কর্মীরা মারধর করে এবং পার্টি অফিস ভাঙচুর করে। এছাড়াও তিনি বলেন ওদের পায়ের তলার মাটি সরে গেছে তাই ওরা এসব করছে। এগার নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ পাল বলেন , আমরা কেন মারপিট করতে যাব ওরাই আমাদের ছেলেকে ভোজালি দিয়ে পিস্তলের বাট দিয়ে রড দিয়ে মারা হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। গতকাল আমাদের যে মহা মিছিল বেরিয়েছিল সেটা দেখে সঞ্জয় চ্যাটার্জ্জীর পায়ের তলার মাটি সরে গেছে। সেজন্য মদ খাইয়ে এই সব করছে নির্দল প্রার্থী। এখানে মানুষের সমর্থন পাবে না সেটা ও বুঝে গেছে আমি শেষ সেই জন্য শেষ খেলার চেষ্টা করছে। নির্দল প্রার্থী সঞ্জয় চ্যাটার্জ্জী ইলেকশন এজেন্ট দেবনাথ ঘর বলেন , আমি যখন হেটে যাচ্ছিলাম তখন তৃণমূল আমাকে মারধর করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct