সম্প্রীতি মোল্লা,ভাতার,আপনজন: সোমবার সকালে মুরাতিপুর বর্ধমান সড়কপথে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামশোর গ্রামের বাসিন্দারা। এদিন সকাল থেকে গ্রামবাসীরা গ্রামের সামনে বাদশাহী রোড অবরোধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ। তবেপুলিশ যেতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে। শেষ পর্যন্ত পুলিশ গ্রামে পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী হওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অবরোধের জেরে ঘন্টা খানেক সড়ক পথে যানচলাচল ব্যাহত হয়।স্থানীয় সুত্রে প্রকাশ ,ভাতার ব্লকের বামশোর গ্রামের বেশিরভাগ পরিবার মূলত জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জলপ্রকল্পের ট্যাপ ও কয়েকটি টিউবওয়েল থেকেই এতদিন পানীয় জল সংগ্রহ করতেন।তবে মাস খানেক ট্যাপগুলিতে জল আসা বন্ধ হয়ে গেছে। এদিকে এক এক করে অকেজো হয়ে গেছে টিউবওয়েলগুলিও। এরফলে বিগত মাস খানেক ধরে পানীয় জলের জন্য চরম সমস্যায় ভুগতে হচ্ছে গ্রামবাসীদের।স্থানীয় গ্রামবাসী আবদুল হাকিম,টগর শেখ, মোহন শেখদের অভিযোগ, ‘টিউবওয়েলগুলি মেরামতির জন্য বারবার পঞ্চায়েতে দরবার করেও কোনও সুরাহা হয়নি। পঞ্চায়েত প্রধান আবার আমাদের গ্রামেরই বাসিন্দা। অথচ গ্রামবাসীদের জলকষ্ট দেখেও তিনি নির্বিকার হয়ে বসে আছেন।মাস দেড়েক আগে গ্রামের ছশোর বেশি বাড়িতে সংযোগ দেওয়াও হয়েছে। কিন্তু জল সরবরাহের জন্য পাম্পের ব্যবস্থাই করা হয়নি। ওই ট্যাপে জল আসে না। এরফলে পানীয় জলের জন্য গ্রামে হাহাকার পড়ে গেছে। তাই বাধ্য হয়ে এদিন আমাদের পথ অবরোধ করতে হয়েছে।’অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ প্রসঙ্গে ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশনাথ চক্রবর্তী জানান, ‘ভাতার গ্রামে বহু পুরনো একটি জলপ্রকল্প রয়েছে। প্রায় পাঁচ দশক আগের ওই জলপ্রকল্পের সংস্কারের কাজ চলছে। যার ফলে বামশোর গ্রামে পানীয় জলের সাময়িক সমস্যা দেখা দিয়েছে। আশা করছি দ্রুত সমস্যা মিটে যাবে।’পানীয়জলের সমস্যা না মিটলে ফের পথ অবরোধ করা হবে বলে জানান গ্রামবাসীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct