নিজস্ব প্রতিবেদক,আমতা,আপনজন: আমতার ঘটনায় সোমবারই দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ তদন্তকারী দল (সিট) তৈরির নির্দেশ দিয়েছিলেন। এরপর সাংবাদিক সম্মেলনে তা জানান রাজ্য পুলিশের ডিজি। সোমবার রাতেই সিটের সদস্যরা পৌঁছে যান হাওড়ার আমতা থানায়। ঘটনার দিনে থানার পুলিশ কর্মীদের ডিউটি রোস্টার পরীক্ষা করা হয়। তাঁরা কথা বলেন থানার আধিকারিকদের সঙ্গেও। তাঁরা ঘটনাস্থলে যান। তদন্তে নেমে ঘটনাস্থল ঘুরে দেখেন। এদিকে, আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় আমতা থানার ৩ পুলিশ কর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম এবং হোমগার্ড কাশীনাথ বেরাকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে।
এদিন পুলিশের তরফে আনিস কানের ফোন নেওয়ার জন্য আনিসের বাবাকে নোটিশ ধরানো হয়। যদিও আনিসের বাবা অনড়, সিবিআইয়ের হাতে ছাড়া তিনি ফোন দেবেন না। যদিও তদন্তকারী আফিসাররা তাকে আম্বাস দেন, নিরপেক্ষ তদন্তের। কিন্তু আনিসের বাবার বক্তব্য যে পুলিশ তার ছেলেকে কুন করেছে তাদের উপর নিরপেক্ষ তদন্ত আশা করা যায় না। বাধ্য হয়ে তদন্তকারী অফিসাররা ফোন না পেয়ে নোটিশ ধরিয়ে চলে যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct