আপনজন ডেস্ক: ইসরাইলের সুপ্রিম কোর্টে প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদ কাবুব। সোমবার ইসরাইলের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয় বিষয়টি। ইসরাইলের যে নাগরিক আছেন তাদের মধ্যে ২০ ভাগ হলেন আরবীয়। ফলে ২০০৩ সাল থেকেই সুপ্রিম কোর্টে একজন আরবীয় বিচারক স্থায়ীভাবে নিয়োগ পেয়ে থাকেন। কিন্তু ২০০৩ সাল থেকে যতজন আরবীয় বিচারক ইসরাইলের সুপ্রিম কোর্টে নিয়োগ পেয়েছেন তাদের সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। এবারই প্রথমবারের মতো কোনো মুসলিম বিচারক সুপ্রিম কোর্টে বসতে যাচ্ছেন। ইসরাইলের ২০ শতাংশ আরবীয় হলেও আরবীয় খ্রিস্টান ও মুসলিমরা বৈষম্যের স্বীকার হন। এদিকে খালেদ কাবুব এর আগে তেল আবিবের কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেছেন। কয়েকদিন আগে খালেদ কাবুবসহ মোট চারজনকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। খালেদ কাবুব তেল আবিব বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করেন। ওই একই বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপর ডিগ্রি নেন। বিচারক হওয়ার আগে বেসরকারিভাবে আইনচর্চা করতেন তিনি। এর মাধ্যমে একটি বিভ্রম সৃষ্টি করা হয়েছিল। কিন্তু, দ্বিরাষ্ট্রভিত্তিক কাঠামো অনুসারে কোনো সমাধান আসেনি। এ কারণে আমি দুই সত্তাভিত্তিক সমাধান চাই। এর মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকারও সুরক্ষিত হবে আর ইসরাইলের নিরাপত্তাও নিশ্চিত হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct